ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আগামী বাজেটে অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করা হবে ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ০৪:৫১, ৬ ডিসেম্বর ২০১৯

আগামী বাজেটে অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করা হবে ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক বলেছেন, প্রতিবব্ধীরা সমাজের বোঝা নয়। সরকার প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা নিচ্ছে। আগামী বাজেটে দেশের শতভাগ অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। আজ শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, দেশের শতভাগ অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতার আওতায় নিয়ে আনা হবে। প্রতিবন্ধীদের যাতে অধিকার সংরক্ষণ হয়, তারা যাতে কোনভাবেই অবহেলার স্বীকার না হয়, তারা যাতে চিকিৎসা, নিরাপত্তা, শিক্ষা, বাসস্থানসহ নিজেদের পূর্ণ অধিকার ভোগ করতে পারে- সেব্যপারে নিশ্চয়তার জন্য সরকার ২০১৩ সালে আইন করেছেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়দা নাসরিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুরাদ কবীর, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ডি এম এরশাদুল আলম প্রমূখ। কালিয়াকৈর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ আয়োজিত আলোচনা সভা শেষে মন্ত্রী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করেন।
×