ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সঙ্কেতবাতি’

প্রকাশিত: ০৬:০৬, ৭ ডিসেম্বর ২০১৯

 ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সঙ্কেতবাতি’

স্টাফ রিপোর্টার ॥ দিন দিন অসহনীয় হয়ে উঠছে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা। নানামুখী সমস্যায় জর্জরিত ঢাকার সবচেয়ে প্রকট ও জটিল সমস্যাটি হলো যানজট। যানজট নিরসনে নানা উদ্যোগের কথা বিভিন্ন সময় শোনা যায়, কিন্তু কোনভাবেই এ সমস্যার সমাধান হচ্ছে না বরং তা আরও প্রকট হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) বাস্তবায়নে রাজধানীর সড়কগুলো সরু করে ফেলা হয়েছে। ফলে বেড়েছে যানজটের ভোগান্তি। আছে আইন না মানার প্রবণতাও। সম্প্রতি অবসরে যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া আক্ষেপ করে বলেছিলেন, ‘শতকরা ৯৮ ভাগ মানুষই যদি আইন না মানে তাহলে পুলিশ কেন, ফেরেশতা নেমে এলেও আইন প্রয়োগ সম্ভব নয়।’ গত ফেব্রুয়ারিতে অনলাইনভিত্তিক জরিপ প্রতিষ্ঠান ‘নামবিও’ প্রকাশিত ট্রাফিক ইনডেক্স-২০১৯ এর তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে যানজটের শহর এখন ঢাকা। এর পরই রয়েছে ভারতের কলকাতা শহর। তৃতীয় অবস্থানে নয়াদিল্লী। সংশ্লিষ্টরা বলছেন, যানজটের কারণে শুধু ঢাকায় দৈনিক ৪০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। যানজটের পরিস্থিতি দিন দিন যেভাবে খারাপ হচ্ছে, তাতে আর্থিক ক্ষতির পরিমাণও যে বাড়বে, তা বলা বাহুল্য। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে চার দফায় স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেতের ব্যবস্থা চালু করেছিল সিটি কর্পোরেশন। যদিও রক্ষণাবেক্ষণ ও ব্যবহার না হওয়ায় সবই একপর্যায়ে মুখ থুবড়ে পড়ে। এবার রাজধানীর সড়কে বসানো হচ্ছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সঙ্কেতবাতি’। পরীক্ষামূলকভাবে এ সঙ্কেত বাতি রাজধানীর গুরুত্বপূর্ণ চারটি স্থানে বসানোর কাজ সম্পন্ন করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এ বাতি নিজ থেকে গাড়ির সংখ্যা শনাক্ত করে সঙ্কেতের জন্য সময় নির্ধারণ করবে। গাড়ির সংখ্যা বুঝে ট্রাফিক সিগন্যাল চালু ও বন্ধের সঙ্কেতও দেবে ডিভাইসটি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এটা চালুর কথা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে পাইলট প্রজেক্টের আওতায় চারটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে এ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সঙ্কেতবাতি। ডিটিসিএ প্রদত্ত প্রকল্পটির পরিচালক এ এস এম ইলিয়াস শাহ বলেন, গুলশান-১, মহাখালী মোড়, পল্টন মোড় ও ফুলবাড়িয়া মোড়ে আধুনিক এ সঙ্কেতের ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এতে খরচ হচ্ছে তিন কোটি টাকা। ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় জাইকা এ খাতে অর্থায়ন করছে। ২০১৫ সালের দিকে প্রকল্পটি হাতে নেয়া হয়। বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারি। ইলিয়াস শাহ বলেন, ‘সঙ্কেত বাতিগুলো সাধারণ সঙ্কেত বাতি থেকে আলাদা। সাধারণ সিগন্যাল বাতিগুলোতে কত সেকেন্ড পর সবুজ বাতি বা লাল বাতি জ্বলবে, সে সময় নির্ধারণ করা থাকে। তবে এখানে সময় নির্ধারণ করা থাকবে না। ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেমের (আইটিএস) ক্লোজড সার্কিট ক্যামেরাগুলোর মূলত দুটি কাজ। সড়কে থাকা গাড়ির পরিমাণ শনাক্ত করা। তিনশ মিটার দূর পর্যন্ত সড়কে থাকা যানবাহনের ইমেজ ধারণ করা। কোন লেনে কতসংখ্যক যানবাহন চলবে সে সংখ্যা গুণে নিজে নিজে সিদ্ধান্ত দেবে কোন দিকে গাড়ি চলাচলের জন্য বা বন্ধ করার বাতি জ্বালাতে হবে। তিনি আরও বলেন, চার স্থানেই ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেমের (আইটিএস) ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। শুধু এ্যাডজাস্টমেন্টের কাজ বাকি। নতুন বছরের ফেব্রুয়ারিতে এর উদ্বোধন হবে। নতুন এ ব্যবস্থা কার্যকর হলে ট্রাফিক সিগন্যাল মেইনটেইনের জন্য পুলিশ লাগবে না। তবে এটা নিয়ন্ত্রণ করবে পুলিশ। কন্ট্রোল রুম থেকে তারা সবকিছু মনিটরিং করবে। ভিআইপি মুভমেন্টের কারণে সড়কে যানচলাচল বন্ধের প্রয়োজন হলে ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে। তবে এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক বলেন, জবাবদিহিতা নেই বলেই আইটিএসের কথা আসছে। এমন অনেক প্রজেক্ট হাতে নেয়া হয়, বাস্তবায়নও হয়। কিন্তু আলোর মুখ দেখে না, মুখ থুবড়ে পড়ে। এমন উদাহরণ অনেক আছে। আইটিএস ব্যবস্থা সফল হবে কি-না, তা তো আগে জানতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, অতীতের কোন প্রজেক্ট সফল হয়নি। আরও দুর্ভাগ্যজনক যে, অতীতের বাস্তবায়িত প্রজেক্টগুলো কেন সফল হয়নি তাও মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন যদি করা হতো তাহলে কেন সফল হয়নি, কেনই-বা আংশিক সফল হলো তা বোঝা যেত। নতুন কোন প্রজেক্ট সফল করার ক্ষেত্রেও এর প্রয়োজন ছিল। আক্ষেপের সঙ্গে তিনি আরও বলেন, রাজধানীর সড়কগুলোর যা তা অবস্থা। পরিবহনের সংখ্যাও অনেক বেশি। ফুটপাথ দখলে। ফুটপাথে অবৈধ স্থাপনা। অর্থাৎ পুরো সিস্টেমটা যদি আপনি ঠিক না করেন তাহলে তো কোন উদ্যোগই বাস্তবায়ন করতে পারবেন না। তিনি বলেন, ‘শরীরে যদি ডায়াবেটিস থাকে তাহলে অনেক ওষুধই কাজ করে না। ওষুধ সেবন করলেও খারাপ প্রভাব পড়ে। সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে সড়ক পরিবহন সেক্টরকে ডায়াবেটিসমুক্ত করতে হবে।’
×