ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গীতে আগুন লাগার ঘটনায় সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৬:২২, ৬ ডিসেম্বর ২০১৯

টঙ্গীতে আগুন লাগার ঘটনায় সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর বাদামে এনোনটেক্স গ্রুপের মালিকানাধীন লামিছা স্পিনিং কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। এনোনটেক্সে গ্রুপের কারখানা গুলোতে কেন বারবার আগুন লাগার ঘটনা ঘটছে এবং সর্বশেষ বৃহস্পতিবার ওই গ্রুপের লামিছা স্পিনিং কারখানায় লাগা আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি নিরপণে আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত দলের সদস্যরা। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত দলের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব উদ্দিন জনকন্ঠ জানান, লামিছা স্পিনিং কারখানায় কি কারনে কি ভাবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে এবং কেনই বা আগুন লেগেছে তা খতিয়ে দেখতে মূলত এ তদন্ত কমিটি। তিনি আরে জানান, তিন কার্যদিবসের প্রথম দিনে কারখানার এ্যাডমিন ম্যানেজার ইব্রাহিমকে সাথে নিয়ে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাদের কার্যপরিধির মধ্যে আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরুপণ, নিয়ম ও বিধি অনুযায়ী কারখানা নির্মিত হয়েছে কিনা সে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ৩ দিবসের মধ্যে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়ার কথা রয়েছে। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন, ইন্জিনিয়ার সিদ্দিকুর রহমান, এবং ইন্জিনিয়ার ইব্রাহিম খলিল। উল্লেখ, বৃহস্পতিবার টঙ্গীর বাদামে এনোনটেক্সের লামিছা স্পিনিং কারখানায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
×