ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জানা-অজানা

প্রকাশিত: ০৯:১৫, ৭ ডিসেম্বর ২০১৯

 জানা-অজানা

# আমাদের অতি পরিচিত মিকি মাউসের নাম যদি অন্য কিছু হতো, তবে কেমন শোনাতো? একটুর জন্যই ওয়াল্ট ডিজনি মিকির নাম রেখে দিচ্ছিলেন ‘মর্টিমার’। ওয়াল্ট ডিজনি যখন কার্টুনটির নাম প্রস্তাব করলেন, তখন তার স্ত্রীর খুব একটা পছন্দ হলো না মর্টিমার নামটি। তাই আরও কিছু ভেবেচিন্তে ডিজনি বের করলেন ‘মিকি মাউস’ নামটি। # মিকি মাউস একটি মজার প্রাণী কার্টুন চরিত্র। ১৯২৮ সালে ওয়াল্ট ডিজনি স্টুডিওতে ওয়াল্ট ডিজনি এবং উব ওয়েকার্স এই চরিত্র তৈরি করেন। ওয়াল্ট ডিজনি ইঁদুর ভয় পেতেন। # অনেক সময় আমাদের গলায় টনসিল হয় এবং টনসিল অপসারণও করা হয়। যদি এটাকে ফেলে দেয়া হয়, তাহলে বলের মতোই বাউন্স করবে। # কচ্ছপ তার পশ্চাৎদেশ দিয়ে শ্বাস নিতে পারে। # উত্তর মেরুতে পেঙ্গুইন নেই। # ‘আলবেনিয়া’তে উপর-নিচ মাথা নাড়ানো মানে ‘না’ এবং ডানে-বামে মাথা নাড়ানো মানে ‘হ্যাঁ’। # নাকের ২টা ছিদ্রই যদি বন্ধ থাকে, তাহলে আপনি হাই তুলতে পারবেন না। # জেলিফিশ সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে যায়। এর দেহের ৯৮% পানি। # নতুনত্ব বজায় রাখার জন্য প্রতি বছর ডিজনিল্যান্ডে ৫০০০ গ্যালন রং ব্যবহার করা হয়। # ঠা-া আবহাওয়া নখ দ্রুত বৃদ্ধিতে সহায়ক।
×