ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদার মেডিক্যাল রিপোর্ট জমার সময় বৃদ্ধি নজিরবিহীন সিদ্ধান্ত ॥ ফখরুল

প্রকাশিত: ১০:১০, ৭ ডিসেম্বর ২০১৯

খালেদার মেডিক্যাল রিপোর্ট জমার সময় বৃদ্ধি নজিরবিহীন সিদ্ধান্ত ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দেয়ার সময় বৃদ্ধির বিষয়ে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সিদ্ধান্ত নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার জোর করে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। কারণ, খালেদা জিয়া এতটাই জনপ্রিয় যে, তিনি যদি বের হয়ে আসেন তখন বর্তমান সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন পাওয়া সাংবিধানিক অধিকার কিন্তু তাঁকে জামিন দেয়া হচ্ছে না। ফখরুল বলেন, খালেদা জিয়ার জামিন আদেশ নিয়ে সুপ্রীমকোর্টের এজলাসে যে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা সরকারের আদালত অবমাননার বহির্প্রকাশ। কারণ, ৫ তারিখের মধ্যে খালেদা জিয়ার দুটি মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছিল। কিন্তু তা করা হয়নি। দেশে বিচার বিভাগের যে অবস্থা, সেখানে কে কতটা সাহস রাখবেন তা আমি জানি না। সরকারের প্রধান নির্বাহী যখন বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন, রাজার হালে আছেন, তখন বিএসএমএমইউ উপাচার্য এবং ডাক্তারদের কয়টা মাথা আছে যে বলবেন- খালেদা জিয়া গুরুতর অসুস্থ। যুবদলের বিক্ষোভ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর কমলাপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় সংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে আজ শনিবারও যুবদল সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বলে শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।
×