ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেয়েরা ডাক্তার হবে তাই-

প্রকাশিত: ১০:১২, ৭ ডিসেম্বর ২০১৯

 মেয়েরা ডাক্তার  হবে তাই-

আফগানিস্তানের এক বাবা তার মেয়েরা ডাক্তার হবে এই স্বপ্ন দেখছেন, তাই প্রতিদিন সাইকেলে করে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে পৌঁছে দেন। ওই বাবার নাম মিয়া খান। তবে পথ কিন্তু পিচঢালা পথ নয় বরং এবড়োখেবড়ো ও পাথুরে। মেয়েরা লেখাপড়া শিখবে, এই ইচ্ছের কাছে এটা কোন বাধা নয়। তাই স্বেচ্ছায় মেয়েদের স্কুলে পৌঁছে দেন। আবার তিন মেয়েকে বাড়ি নিয়ে যান। শুধু তাই নয়, স্কুলের বাইরে দাঁড়িয়েও থাকেন। মেয়েদের স্কুল শেষ হলে ফিরিয়ে নিয়ে যাবেন বলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়তেই সবাই ওই বাবাকে সাধুবাদ দিচ্ছে। তাকে প্রশংসা করছে। আফগানিস্তানে এখনও তালেবান প্রভাব প্রকট। মেয়েদের বাইরে বের হওয়া সেখানে প্রায় অসম্ভব বিষয়। সেই অসম্ভবকে অগ্রাহ্য করে মেয়েদের শিক্ষিত করে তোলার চিন্তা সত্যিই অতিকল্পনা। বিশেষ করে সেখানকার পুরুষদের থেকে। সেই অবাস্তবই সত্যি করে দেখাচ্ছেন মিয়া খান। সুইডেনের এক স্বেচ্ছাসেবী সংস্থার স্কুল নুরানিয়ানিয়ায় তিনি তার তিন মেয়েকে ভর্তি করেছেন। তিনি যেখানে থাকেন সেখানে কোন নারী ডাক্তার নেই। সেই অভাব তিনি পূরণ করতে চান মেয়েদের দিয়ে। তাই রোজ এত কষ্ট করে মেয়েদের স্কুলে নিয়ে যান। এ বিষয়ে মিয়ার সরল উক্তি, আমি অশিক্ষিত। তবু জানি, শিক্ষার কত মূল্য। -ইন্ডিয়া টাইমস
×