ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের সহকারী জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিদ্যুত প্রতিমন্ত্রীর সাক্ষাত

প্রকাশিত: ১২:৩২, ৭ ডিসেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রের সহকারী  জ্বালানিমন্ত্রীর সঙ্গে  বিদ্যুত প্রতিমন্ত্রীর  সাক্ষাত

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সহকারী জ্বালানিমন্ত্রী ফ্রান্সিস আর ফান্নোনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশের বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জ্বালানি সম্পদ বিভাগে সাক্ষাতে বিদ্যুত ও জ্বালানি সহযোগিতা সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন। খবর বিডিনিউজের। বিদ্যুত প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুত খাতের বিতরণ ও দ্রুত উন্নয়ন এবং প্রয়োজনীয় বিনিয়োগকে এখন আমরা অগ্রাধিকার দিচ্ছি। অবকাঠামো থেকে আধুনিক প্রযুক্তি স্থাপন করতে ব্যাপক কাজ করতে হবে। বিদ্যুতের ব্যবহার বাড়ানোও একটি চ্যালেঞ্জ। ইলেকট্রিক ভেহিকেল, স্মার্ট গ্রিড, আইওটি ডিভাইস ও এ ধরনের প্রযুক্তির সফল ব্যবহার ও বাস্তবসম্মত নীতি প্রবর্তনে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এলএনজি, নবায়নযোগ্য জ্বালানি, সরকারী- বেসরকারী অংশীদারিত্বে বিনিয়োগ বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহ দিন দিন বাড়ছে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে বিনিয়োগের ক্ষেত্র উন্মোচিত হবে। পরে যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নসরুল হামিদ।
×