ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে শুদ্ধি অভিযান অবদান রাখবে ॥ অধ্যাপক শহীদুল্লাহ

প্রকাশিত: ১২:৪৫, ৭ ডিসেম্বর ২০১৯

 মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে  শুদ্ধি অভিযান  অবদান রাখবে ॥  অধ্যাপক শহীদুল্লাহ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ প্রো-ভিসি অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল শোষণহীন দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যে শুদ্ধি অভিযান চলছে তা মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্বপ্ন পূরণে অনন্য অবদান রাখবে বলে আমরা তাকে স্বগত জানাই। গণতন্ত্রী পার্টি মুক্তিযুদ্ধের পক্ষে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, চেতনাসমৃদ্ধ নেতা কর্মীদের পার্টি। এ পার্টির পূর্বসুরী নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আত্মত্যাগ করেছেন। গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলা কার্যালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ গনি। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম। সভার শুরুতেই পার্টির প্রয়াত সভাপতি এবং এক সময় কাপাসিয়া কালিগঞ্জ থেকে ন্যাপের মনোনয়নে জাতীয় সংসদে নির্বাচন প্রার্থী, বিশিষ্ট বুদ্ধিজীবী ও দৈনিক সংবাদের প্রয়াত সম্পাদক আহমদুল কবির এবং পার্টির আরেক প্রয়াত সভাপতি নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার আরও বলেন, আজ ১৭ কোটি মানুষের বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়েছে। এর সুফল গরিব, দুঃখী ও মেহনতী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য দুর্নীতিমুক্ত, শোষণহীন বাংলাদেশ অপরিহার্য। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই বাংলাদেশ উন্নত জাতি হিসেবে বিশ্বা দরবারে মাথা তুলে দাঁড়াবে যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু লালন করতেন। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনি, রেজাউল করিম খান ও মাইনুদ্দিন আসাদুজ্জামান। কর্মিসভার আগে অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার তরগাঁও ইউনিয়নের লাহুরী গ্রামে আব্দুর রউফ সিকদার বহুমুখী কারিগরি বিদ্যালয় মাঠে গরিব ও দুস্থদের মাঝে এবং এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। -বিজ্ঞপ্তি
×