ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্পবিপ্লবে দেশের অস্তিত্ব জানান দিতে কাজ করছে বিডিইউ

প্রকাশিত: ০৫:৫৪, ৭ ডিসেম্বর ২০১৯

শিল্পবিপ্লবে দেশের অস্তিত্ব  জানান দিতে কাজ করছে বিডিইউ

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বিডিইউ) কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন সিন্ডিকেট সদস্যরা। শনিবার প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাস ও কার্যক্রম পরিদর্শন করে সিন্ডিকেট সদস্যরা বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশের অস্তিত্ব জানান দিতে কাজ করে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি। শনিবার গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনসহ বিগত বছরের কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন সিন্ডিকেট সদস্যরা। পরে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটির পঞ্চম সিন্ডেকেট সভা। সভার আগে ইউনিভার্সিটির সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সিন্ডিকেট সদস্যদের ইউনিভার্সিটির অস্থায়ী একাডেমিক ভবন, অস্থায়ী প্রশাসনিক ভবন, আইওটি ল্যাব, ফিজিক্স ল্যাব, ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড সংযুক্ত স্মার্ট শ্রেণীকক্ষ, ক্লাউড বেইজ থিঙ্ক ক্লায়েন্ট সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, অত্যাধুনিক মডুলার ডাটা সেন্টারসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখান। পরে মাননীয় উপাচার্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিন্ডিকেট সদস্যদের ইউনিভার্সিটির নিজস্ব জনবল দিয়ে তৈরি বিগত বছরের কার্যক্রম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মাই বিডিইউ মোবাইল অ্যাপ, এক্সম ম্যানেজম্যন্ট সিস্টেম, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুক), অনলাইন এডমিশন পোর্টাল, জব পোর্টাল, রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম উপস্থাপন করেন। সিন্ডিকেট সদস্যদের মধ্যে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়াস বাংলাদেশের (আইইবি) সভাপতি আব্দুস সবুর, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: মুবিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ইউনিভার্সিটির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য সচিব মো: আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. আখতারুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে সদস্যদের সমন্বয় ইউনিভার্সিটির পঞ্চম সিন্ডেকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় চতুর্থ সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক কর্মকান্ডের সন্তোষ প্রকাশ করেন। এছাড়া সভায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সদ্য বিদায়ী সিন্ডিকেট সদস্য মোহাম্মদ শহীদুল হক-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
×