ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়ারুলের হাত হাত ধরে ঘুঁচলো নয় বছরের বন্ধ্যাত্য

প্রকাশিত: ০৬:২১, ৭ ডিসেম্বর ২০১৯

জিয়ারুলের হাত হাত ধরে ঘুঁচলো নয় বছরের বন্ধ্যাত্য

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ড, নেপাল থেকে ॥ এবারের এসএ গেমসে ভারোত্তালনে ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনার পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। স্ন্যাচে তিন লিফটে জিয়ারুল তোলেন ১৩৫ কেজি। এরপর ক্লিন এ্যান্ড জার্কে তিন লিফটে তোলেন ২৬২ কেজি। এই ইভেন্টে রূপা জেতেন স্বাগতিক নেপালের বিশাল সিং বিস্ট। তিনি মোট তোলেন ২৪৭ কেজি ভার। ব্রোঞ্জজয়ী ভুটানের কেনলি গায়েলশেন তোলেন ১৭০ কেজি ভার। পুরুষদের ভারোত্তোলনে এসএ গেমসে দীর্ঘ নয় বছর পর আবারও স্বর্ণসাফল্য কুড়িয়ে নিয়েছে বাংলাদেশ। এর আগে ঢাকায় অনুষ্ঠেয় ২০১০ এসএ গেমসে পুরুষ ভারোত্তোলনে বাংলাদেশের হামিদুল ইসলাম ৭৭ কেজিতে স্বর্ণজয় করেছিলেন। এবার হামিদুলের পর বিজয়মঞ্চে উঠলেন জিয়ারুল। জিয়ারুলের পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে অংশ নিয়ে দেশকে পদক এনে দেয়া।
×