ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আদালতের ওপর ওদের অনেক ক্ষোভ আছে ॥ গোলাম কুদ্দুস

প্রকাশিত: ০৯:৪৪, ৮ ডিসেম্বর ২০১৯

আদালতের ওপর ওদের অনেক ক্ষোভ আছে ॥ গোলাম কুদ্দুস

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের আদালতের ওপর অনেক রাগ ও ক্ষোভ আছে। কারণ এ আদালত যুদ্ধাপরাধীদের বিচার করেছে, বঙ্গবন্ধু হত্যাকারীদের শাস্তি দিয়েছে, যারা অতীতে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল আদালত তাদের শাসনামলকে অবৈধ ঘোষণা করেছে। কিন্তু তাদের এই রাগ ও ক্ষোভে সাধারণ মানুষের সম্মতি নেই বলে মন্তব্য করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। শনিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর শাহবাগ মোড়ে সুপ্রীমকোর্টের অবমাননা ও আইনের শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যকার শহিদুল আলম সাচ্চু, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমে গিয়াস, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় ফেডারেশনের ফকির আলমগীর, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, কবি আসলাম সানী, অভিনেতা আহমেদ রিয়াজ, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আযহারুল হক আজাদ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। সঞ্চালনা করেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় ফেডারেশনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
×