ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে অমানুষিক নির্যাতন

প্রকাশিত: ১০:১৩, ৮ ডিসেম্বর ২০১৯

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে অমানুষিক নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বামীর দাবিকৃত দেড় লাখ টাকা যৌতুক না দেয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের। শনিবার দুপুরে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ সোনিয়া আক্তার (১৯) জানান, চলতি বছরের ৫ মে দক্ষিণ গৈলা গ্রামের মৃত মোশারেফ ফকিরের পুত্র ও শিক্ষা মন্ত্রণালয়ের মাস্টার রোলে ড্রাইভার হিসেবে কর্মরত মিরাজ ফকিরের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরপরই স্বামী মিরাজ ফকির চাকরি স্থায়ীকরণের জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। একপর্যায়ে তাকে ৫০ হাজার টাকা দেয়া হয়। তিনি আরও জানান, যৌতুকের বাকি দেড় লাখ টাকার জন্য প্রায়ই তাকে (সোনিয়া) শারীরিক নির্যাতন করা হয়। গত কয়েকদিন পূর্বে স্বামী ও শশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে তিনি গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মিরাজ ফকির, আরিফ ফকির, শাহনাজ বেগম ও বক্তিয়ার শাহকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য আসামিরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তবে যৌতুক দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নির্যাতিতা গৃহবধূর স্বামী মিরাজ ফকির।
×