ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি বন্ধে নারীরাই প্রহরীর কাজ করবে

প্রকাশিত: ১০:১৫, ৮ ডিসেম্বর ২০১৯

যৌন হয়রানি বন্ধে নারীরাই প্রহরীর কাজ করবে

জনকণ্ঠ ডেস্ক ॥ নারীর প্রতি যৌন হয়রানি বন্ধে নারীরাই অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে বলে নারীদের এক সম্মেলনে অঙ্গীকার করা হয়েছে। শনিবার ঢাকায় ‘বিকশিত নারী নেটওয়ার্কের’ ষষ্ঠ জাতীয় সম্মেলনে এই অঙ্গীকার আসে। ‘নারীরাই ক্ষুধামুক্তির মূল চাবিকাঠি’ এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সহস্রাধিক নারী অংশ নেন। খবর বিডিনিউজের। আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিকশিত নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার জলি তাদের এক গবেষণার ফল জানিয়ে বলেন, ৩৯২ নারীর মধ্যে জরিপ করে দেখা গেছে, ৯৭ শতাংশ নারী যৌন হয়রানির শিকার। যাদের মধ্যে একটা বড় অংশ ৬ বছর বয়সেই হয়রানির শিকার হয়েছে। আর এরা বেশিরভাগ পাবলিক প্লেসে যৌন হয়রানির শিকার হয়েছে। জলি এ সময় বলেন, ‘নারীদেরকেই যৌন হয়রানি বন্ধে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। আমরা কি সেই অঙ্গীকার করতে পারি?’ এ সময় উপস্থিত নারীরা হাত তুলে ‘হ্যাঁ’ বলে তাকে সমর্থন জানান। তারা সেøাগান তোলেন- ‘আমরা নারী, আমরাই পারি’। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার, গ্লোবাল এ্যাম্বাসেডর ক্যাথি বার্ক, ইউএন ওম্যানের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শোকো ইশিকাওয়া।
×