ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা দক্ষিণের নতুন ১৮ ওয়ার্ডকে আধুনিক করে গড়ে তোলা হবে ॥ মেয়র

প্রকাশিত: ১০:১৫, ৮ ডিসেম্বর ২০১৯

ঢাকা দক্ষিণের নতুন ১৮ ওয়ার্ডকে আধুনিক করে গড়ে তোলা হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮ ওয়ার্ডকে আধুনিক সকল সুবিধাসম্পন্ন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার বিকেলে মেয়র ১৯টি নবনির্মিত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও ৩ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় মেয়র এসব কথা বলেন। এ সময় স্থাানীয় এমপি হাবিবুর রহমান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ওয়ার্ড কাউন্সিলরগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম ও অন্যান্য উর্ধতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মেয়র খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে নবসংযুক্ত ৯ ওয়ার্ডে ৫৫৪ কোটি টাকা ব্যয়ে ৫১৪টি সড়কের নির্মাণকাজের মধ্যে ইতোমধ্যে ৪৬৬টি সড়কের নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। মোট ৪৪টি প্যাকেজের আওতায় নতুন সড়ক, নর্দমা, ফুটপাথ নির্মাণ, এলইডি বাতি স্থাপন ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ৪৪টি প্যাকেজের আওতায় ১২৬ কিমি সড়ক, ১২১ কিমি নর্দমা, ৬ কিমি ফুটপাথ এবং ৭৬২০টি এলইডি বাতি স্থাপন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
×