ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১৫

প্রকাশিত: ১১:৫৬, ৮ ডিসেম্বর ২০১৯

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ১৫

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও অপর ১৫ যাত্রী আহত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ হুমায়ূন (৩৭), তার বাড়ি শরীয়তপুরে। ঢাকা থেকে চরভৈরবীর এমভি বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী এমভি মানিক-৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষ হয়। শুক্রবার রাত প্রায় ১টার দিকের এই ঘটনার পর উভয় লঞ্চ গন্তব্যে চলে যায়। কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, বোগদাদিয়া-১৩ লঞ্চের পেটের দিকে মেরে দেয় এমভি মানিক-৪। এতে মানিক লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বোগদাদিয়া লঞ্চেরও ক্ষতি হয়। মানিক-৪ লঞ্চের এক যাত্রী ঘটনাস্থলেই লঞ্চের ভেতরে চাপা লেগে মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কোন যাত্রী নদীতে পরে নিখোঁজ রয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারপরও দুর্ঘটনাস্থলে তল্লাশি চলছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে ভোরে ঘন কুয়াশা ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর নৌ-পুলিশ সদস্যদের খোঁজাখুঁজি চলছে। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, লঞ্চ দুর্ঘটনায় আহত নয়জনকে হাসপাতালে আনা হয়। সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। রোজিনা (৩০) ও সোনা মিয়া (৪৬) নামে দু’জনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রোজিনা দুই পায়ে জখম হয়েছে। সোনা মিয়ার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকার সদরঘাটের লালকুঠির ঘাট থেকে চরভৈরবীর উদ্দেশে ছেড়ে গিয়েছিল বোগদাদীয়া-১৩ লঞ্চটি। অন্যদিকে শরীয়তপুরের ওয়াপদা থেকে ঢাকার পথে আসছিল মানিক-৪। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মাহবুব-উল-আলম জানান, ঘটনাস্থলে আর কেউ নিখোঁজ রয়েছে কি না, তা খুঁজতে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল পাঠানো হয়েছে। রাত প্রায় ১টার দিকের এই ঘটনার পর উভয় লঞ্চ নিজ নিজ গন্তব্যে চলে যায় বলে তাৎক্ষণিকভাবে সেগুলোকে আটক করতে পারেনি পুলিশ।
×