ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে নিষ্ক্রিয় করা হলো সেই বোমা

প্রকাশিত: ১১:৫৮, ৮ ডিসেম্বর ২০১৯

মেহেরপুরে নিষ্ক্রিয় করা হলো সেই বোমা

সংবাদদাতা, মেহেরপুর, ৭ ডিসেম্বর ॥ মেহেরপুর শহরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে রাখা বোমাটি নিষ্ক্রিয় সময় শব্দ হলেও পুলিশ বলছে এটি বোমা নয়। এর মধ্যে বালি ভরা ছিল। গেল তিন দিন ধরে বোমাটি ঘিরে রেখেছিল পুলিশ। খুলনা থেকে ডাকা হয় র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে। অত্যাধুনিক যন্ত্র তাদের কাছে না থাকায় তারাও ফিরে যান। শুক্রবার ঘটনাস্থলে সেনা সদস্যদের বোমা বিশেষজ্ঞ দল আসার কথা থাকলেও তারা আসেননি। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় ঘটনাস্থলে আসে কাউন্টার টেররিজম ও এন্টি টেররিজমের দু’টি দল। পরে তারা বোমাসদৃশ বস্তুটিকে নিষ্ক্রিয় করে। যার নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর মোদাচ্ছের হোসেন ও ইসরাফিল হোসেন। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথাগুলো বলেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। পুলিশ সুপার এস.এম মুরাদ আলী জানান, বোমাসদৃশ বস্তুর সঙ্গে সঙ্গে আল কায়েদা নাম দিয়ে লেকা একটি চিরকুট থাকার কারণে বিষয়টি গুরুত্ব দেয়া হয়। সেজন্য ডাকা হয় বোমা বিশেষজ্ঞ দলকে। সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সংবাদদাতা, সাভার, ৭ ডিসেম্বর ॥ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের উভয়পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এর আগে গত ২৫ ও ২৬ নবেম্বর এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল। চলমান এ অভিযানে এ পর্যন্ত ছোটবড় চার হাজার স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সওজ। সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয়পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
×