ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত

প্রকাশিত: ১২:০০, ৮ ডিসেম্বর ২০১৯

মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৭ ডিসেম্বর ॥ টাঙ্গইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ। শনিবার সকাল দুপুরে তিনি টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি মওলানা ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ বলেছেন, বাংলাদেশ ও উত্তর কোরিয়া এই দুদেশের মধ্যে গভীর সুসম্পর্ক রয়েছে। আমি এখানে এসেছি আপনাদের উন্নতি ও সমৃদ্ধি দেখতে। দুদেশের জনগণের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভাসানী মাজারে আসতে পেরে আমি খুব খুশি। এরপর তিনি ভাসানীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে গড়ে ওঠা জাদুঘর পরিদর্শন করেন।
×