ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:০০, ৮ ডিসেম্বর ২০১৯

শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ ডিসেম্বর ॥ পাকুন্দিয়ায় দেড় শতাধিক হতদরিদ্র, সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সকালে তারাকান্দি বাজার ঈদগাহ মাঠে প্রিন্সিপাল রশিদ আহমাদ জাহাঙ্গীর হুসাইনীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন আয়কর আইনজীবী এনামুল হাসান, ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, সমাজসেবক রবিউল করিম জনি, নোমান মোল্লা, ফাউন্ডেশনের উপদেষ্টা এনামুল হক, ইউপি সদস্য বাবুল আহম্মেদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন প্রমুখ। বরের ৫০ হাজার টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৭ ডিসেম্বর ॥ বাল্যবিয়ে করতে এসে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে জাহিদ হাসান নামে এক বর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এই জরিমানা আদায় করে। শুক্রবার রাতে বরাটি গ্রামে নবম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের আয়োজন করে। খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক ঘটনাস্থল বিয়ে বাড়ি গিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রস্তুতি নেয়ায় বর জাহিদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং বিয়ে বন্ধ করে দেন।
×