ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১২:০১, ৮ ডিসেম্বর ২০১৯

টুকরো খবর

পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ ডিসেম্বর ॥ জেলার নিকলীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাফায়েত মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে। জানা যায়, শনিবার দুপুরের দিকে শিশু রাফায়েত বাড়ির পাশে খেলা করছিল। পরিবারের লোকজনের অজান্তে হঠাৎ সে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আগুনে পুড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম, ৭ ডিসেম্বর ॥ বোয়ালখালীতে নিজ বসতঘরে লাগা আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে নুরুল আজিম (৩০) নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম গোমদ-ী কোরবান আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত নুরুল আজিম ওই এলাকার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি বেকারিতে চাকরি করতেন। তার ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে। নিহত আজিমের মা জাহানারা বেগম জানান, রাতের খাবার শেষে যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে আজিমকে অনেক ডাকাডাকি করে জাগাতে না পেরে তার স্ত্রী ছেলেকে নিয়ে বের হয়ে পড়ে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কীরীটী রঞ্জন বড়ুয়া। তিনি জানান, আগুনে আজিম ও শাহ আলম মাঝির বসতঘর পুড়ে গেছে। আগুনে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ও নুরুল আজিম নামের একজন মারা গেছেন। সড়কে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৭ ডিসেম্বর ॥ পটুয়াখালী-আমতলী মহাসড়কের ঘটখালী কালভার্টের দক্ষিণ পাশে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে অটোগাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্র ঠেকিয়ে ওই গাড়িতে থাকা ব্যবসায়ী আবদুল রাজ্জাক হাওলাদারের পঞ্চাশ হাজার টাকা ডাকাত দল নিয়ে গেছে। জানা গেছে, আমতলী পৌরসভার আবদুল্লাহ ট্রেডার্সের মালিক আবদুল রাজ্জাক হাওলাদার শুক্রবার রাত সাড়ে নয়টায় দিকে আমড়াগাছিয়া বাজারে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে অটোগাড়িতে আমতলী আসতেছিল। পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের ঘটখালী কালভার্টের দক্ষিণপাশে মুখোশধারী ৭-৮ জন ডাকাত দল অটোগাড়ির গতিরোধ করে। ডাকাত দেখে গাড়িচালক দৌড়ে পালিয়ে যায়। দুই প্লাস্টিক কারখানায় অভিযান নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৭ ডিসেম্বর ॥ বেগমগঞ্জে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বিক্রির বিরুদ্ধে দুটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত । শনিবার দুপুর ১২টা থেকে উপজেলার চৌমুহনী বাজার ও সেতু ভাঙ্গা এলাকায় পৃথক পৃথকভাবে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবু সালেহ। অভিযান শুরুতেই চৌমুহনীর রিপন প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা, বন্ধু ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা, সেতু ভাঙ্গা এলাকার সেতু ফিস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও আলাউদ্দিনের পলিথিন কারখানাকে ৮০ হাজার টাকাসহ মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কৃষক দম্পতিকে পিটিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ ডিসেম্বর ॥ ধামইরহাটে আখ খেতে এক কৃষক দম্পতিকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে ওই দম্পতি হাসপাতালের বেডে কাতরাচ্ছে। শনিবার দুপুরে নির্যাতিত গৃহবধূ মার্জেনা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আলতাদিঘী গ্রামের গৃহবধূ মার্জেনা বেগম (৪০) আলতাদিঘীর দক্ষিণপাড়ের আখ খেত দেখতে যায়। এ সময় ওত পেতে থাকা আনোয়ার হোসেন ও তার সন্তানরা মার্জেনা বেগমকে পিছন থেকে জাপটে ধরে টানা-হেঁচড়া করে। এক পর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে এবং লাঠি দিয়ে বাম হাতের বাহু, বাম পায়ের হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। মার্জেনা বেগমের চিৎকার শুনে তার স্বামী এনামুল হক এগিয়ে আসলে তাকেও মারপিট করে আহত করে। ভূমি অধিগ্রহণের টাকা দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ৭ ডিসেম্বর ॥ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রে অধিগ্রহণকৃত ৪৯ একর জমির টাকা উত্তোলন করতে না পেরে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য। শনিবার বেলা ১১টায় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র সংলগ্ন বটতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলী, আব্দুল হালিম তালুকদার, অলিউর রহমান নিপুন, তাসলিমা বেগম। বক্তারা জানান, মধুপাড়া মৌজার জেএল ১২ নম্বর খতিয়ানের ১৮৪, ১৮৫ ও ১৮৮ খতিয়ানের প্রায় ৪৯ একর জমির অধিগ্রহণকৃত টাকা তারা উত্তোলন করতে পারছেন না। তারা পটুয়াখালী ভূমি অধিগ্রহণ শাখায় ২০১৪ সাল থেকে ধর্ণা দিচ্ছেন। এজন্য তারা একটি জালিয়াত চক্রকে দায়ী করেন। স্থানীয় খোকন, নান্টু খান, বিজেন বেপারিসহ এ চক্রকে দায়ী করেছেন। ২৮ কেজি গাঁজা উদ্ধার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড (শিমরাইল) এলাকায় র‌্যাব-১১’র সদস্যরা তাদের চেকপোস্টে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় নাজমুল হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে তারা গ্রেফতার করেছে। তল্লাশিকালে মাদক বিক্রেতার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়। শনিবার সকালে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে দুুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাসপাতালের গোডাউনে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদী জেলা হাসপাতালের মেডিক্যাল এ্যাসোসিয়েশনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনে আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। পানি স্বল্পতার কারণে আগুন নেভানো যাচ্ছে না। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, নরসিংদী ১শ’ শয্যা জেলা হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য জরুরী বিভাগের সামনে মেডিক্যাল এ্যসোসিয়েশনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনে সমনের খালি জায়গায় পোড়ানো হচ্ছিল। এরমধ্যে আগুনের একটি ফুলিঙ্গ পরিত্যক্ত গোডাউনে ভেতরে চলে যায়। পরে সেখানে থাকা পুরাতন বেড ও অন্যান্য জিনিসের মধ্যে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
×