ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১২:০২, ৮ ডিসেম্বর ২০১৯

যশোরে বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে বাসের ধাক্কায় নাসির উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের বাগডাঙ্গার বাসিন্দা। শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের চুড়ামনকাঠি বাজারে এ ঘটনা ঘটে। নিহতের শ্বশুর গোলাম মোস্তফা জানান, চুড়ামনকাঠি বাজারে সোনালী ব্যাংকের সামনে থেকে রাস্তা পার হচ্ছিল। এ সময় খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত্যু ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে। ধামরাইয়ে মোটরসাইকেল আরোহী সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে ট্রাক চাপায় রবিউল ইসলাম রেজা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার জয়পুরা এলাকার পাল সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল টাঙ্গাইল জেলার আমদিবাড়ি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। জানা গেছে, ওই দিন সকাল আটটার দিকে আরিচাগামী একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী রবিউলকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি মোটরসাইকেল আরোহীসহ পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুত্বর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নীলফামারীতে আহত ভিক্ষুকের মৃত্যু স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, রাস্তার পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা মরিয়ম বেওয়া ওরফে মতি বুড়ি (৭৫) শুক্রবার সন্ধ্যায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ওই বৃদ্ধা রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উক্ত বৃদ্ধা নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে ভিক্ষা শেষে ওই বৃদ্ধা বাড়ি ফিরছিল। ডালিয়া-ডিমলা সড়কের গয়াবাড়ী সুটিবাড়ী বাজার সংলগ্ন কাজীর চাতাল সংলগ্ন স্থানে রাস্তা পারাপারের সময় ওই পথে মোটরসাইকেল চালিয়ে আসছিল কাপড় ব্যবসায়ী মনির উদ্দিন ওরফে বাবু। তার মোটরসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধা ভিক্ষুক সড়কে ছিটলে পড়লে মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে যায়। স্থানীয় লোকজন বৃদ্ধা ভিক্ষুককে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত ৯টায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রংপুর নেয়ার পথে মতিবুড়ি মৃত্যুর কোলে ঢলে পড়ে। সোনারগাঁয়ে পিকআপ ভ্যানচালক সংবাদদাতা সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় আল আমিন নামের এক পিকআপ ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে আল আমিন মারা যায়। নিহত আল আমিন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাড়ে পাঁচানী গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে বলে জানা গেছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মেঘনা থেকে ঢাকা যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন দিক থেকে মাছবাহী পিকআপ টিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপ চালক আল আমিন মারাত্মক আহত হয়। ঘটনার পর পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপ চালককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ সময় মারাত্মক আহত পিকআপ চালক আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
×