ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক

প্রকাশিত: ১২:০২, ৮ ডিসেম্বর ২০১৯

নোয়াখালীতে স্ত্রীকে হত্যা করে স্বামী পলাতক

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৭ ডিসেম্বর ॥ সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নে শিরিন আক্তার (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মহিন উদ্দিন (৩৮)’র বিরুদ্ধে। ঘটনার পর থেকে ওই স্বামী পলাতক রয়েছে। শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত শিরিন আক্তার পালপাড়া গ্রামের দ্বীন মোহাম্মদের মেয়ে। জানা গেছে, গত দুইবছর পূর্বে মহিনের সঙ্গে শিরিনের দ্বিতীয় বিয়ে হয়। মহিনের বাবা মা বিয়ে মেনে না নেয়ায় শিরিন বিয়ের পর থেকে তার বাবার বাড়িতে থাকত। গত কয়েকমাস ধরে একাধিকবার মহিনদের বাড়ি সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে বাড়িতে গেলে মহিনের বাবা-মা তাদের মারধর করে বের করে দিতো। এর সূত্র ধরে শুক্রবার বিকেলে মহিন ও শিরিন পুনরায় ধন্যপুর গেলে মহিনের বাবা সামছুল হকসহ পরিবারের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেয়। নিহতের পরিবারের অভিযোগ, মহিনদের বাড়ি থেকে আসার পর রাত ৯টার দিকে মহিন ও শিরিন তাদের ঘরের ছাদে যায়। কিছুক্ষণ পর মহিন শিরিনের বাবা দ্বীন মোহাম্মদের মোবাইলে কল দিয়ে জানায় শিরিন ছাদের ওপর ছটফট করে মরে যাচ্ছে। পরে তারা ছাদে গিয়ে অচেতন অবস্থায় শিরিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে চনগাঁও গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে অধের মাথা নামক জায়গার সালাউদ্দিনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। জামালপুরে যুবকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের গজারিয়া বিলের পাশে ধান ক্ষেত থেকে শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের বিবস্ত্র ও অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, শনিবার সকালে সদরের তিতপল্লা ইউনিয়নের গজারিয়া বিলের পাশের ধান ক্ষেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ধানকাটা শ্রমিকরা। তার বয়স হবে আনুমানিক ৩০ বছর। তার পরনে কোন কাপড়চোপড় নেই। মাথায় আঘাতের ক্ষত রয়েছে এবং দেহ পঁচে চেহারা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। গোপালগঞ্জে কাঠমিস্ত্রি নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, কাশিয়ানীতে ফিরোজ মোল্যা (৪০) নামে এক কাঠমিস্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কাশিয়ানী এম এ খালেক ডিগ্রী কলেজ মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি উপজেলার চর পিঙ্গলিয়া গ্রামের মৃত আলেব মোল্যার ছেলে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে ফিরোজ মোল্যার লাশ উদ্ধার করেছে।
×