ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরুড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ১২:০৪, ৮ ডিসেম্বর ২০১৯

বরুড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ১৪৪ ধারা জারি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ ডিসেম্বর ॥ কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শনিবার বেলা ১১টার দিকে বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল সমর্থিত বরুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আহ্বান করে। একইদিনে ওই স্থানে উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল সমর্থিত নেতাকর্মীরা সম্মেলনের ডাক দেয়। এ ঘটনায় সকাল থেকেই উপজেলা সদরে দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশের এএসআই দোলনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম বরুড়া ঈদগাহ মাঠে সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি করার উভয় গ্রুপ বিকল্প স্থানে সভা করে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে। জানা যায়, উভয় গ্রুপের নেতাকর্মীরা সকাল থেকেই সম্মেলন স্থল ও উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে সমবেত হয়। একপর্যায়ে দুই গ্রুপে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় সংঘর্ষে পুলিশসহ আহত হয় অন্তত ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এতে সম্মেলনস্থলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পড়ে স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল গ্রুপ বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম বরুড়া মধ্যম বাজারে জিরো পয়েন্টে সভা করেন। উভয় নেতা পৃথক স্থানে সভা করে উপজেলা আওয়ামী লীগের পৃথক দুইটি কমিটি ঘোষণা করেন।
×