ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেবার মানসিকতা নিয়ে কাজ করুন ॥ গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:০৪, ৮ ডিসেম্বর ২০১৯

সেবার মানসিকতা নিয়ে কাজ করুন ॥ গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সেবার মন মানসিকতা নিয়ে কাজ করুন। মানবতার মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছেন। এলাকার কোন মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। চিকিৎসকদের উদ্দেশে শনিবার সকাল ১০টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় আরও বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, রৌমারী স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ মমিনুল ইসলাম, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ আব্দুল কাদের, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ অনুপ কুমার বিশ্বাস প্রমুখ। বাংলাদেশে প্রবেশের সময় ১২ জন আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ ডিসেম্বর ॥ মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, কুসুমপুর বিওপির অধীনে সোনাগাড়ি এলাকায় বাস তল্লাশি করে ৪ পুরুষ, ৩ নারী ও ৫ শিশুকে আটক করা হয়। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিল। আটককৃতরা বাংলাদেশের নাগরিক বলেও জানান বিজিবি।
×