ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটিতে থাকছে নতুন চমক

প্রকাশিত: ১২:০৫, ৮ ডিসেম্বর ২০১৯

বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটিতে থাকছে নতুন চমক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মরণকালের সেরা আয়োজনে বিভাগীয় শহর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র বিন্দুস্থল বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজকের সম্মেলনকে ঘিরে নতুন কমিটিতে আসছে নতুন চমক। সম্মেলন স্থান নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানসহ প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সম্মেলনকে ঘিরে নির্মাণ করা হয়েছে সুবিশাল নয়নাভিরাম তোরণ। সাঁটানো হয়েছে বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন। সম্মেলনকে সামনে রেখে পুরো নগরীতে সাজসাজ রব বিরাজ করছে। সবকিছু ঠিক থাকলে আজ রবিবার বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের উদ্বোধণ করবেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান বক্তা থাকবেন জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ২৭ ডিসেম্বর। ওই সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শওকত হোসেন হিরণ এবং সাধারণ সম্পাদক হিসেবে এ্যাডভোকেট আফজালুল করিম নির্বাচিত হয়েছিলেন। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, অবশেষে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে সকালে এর উদ্বোধন করবেন দলের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন। জানা গেছে, তৃণমূলের নেতাদের চাওয়া অনুযায়ী এবং বিতর্ক এড়াতে শনিবার বিকেল পর্যন্ত সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটগ্রহণের প্রস্তুতি ছিল। তবে আজ কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হবে, নাকি কেন্দ্রীয় নেতারা ভোট ছাড়াই সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করে যাবেন তা নিয়ে আশায় আছেন তৃণমূলের নেতারা। ভোট ছাড়া কাউকে নেতৃত্বে আনা হলে তা শুধু দলের সভানেত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন বলে দলের স্থানীয় নেতারা জানিয়েছেন। এবার সম্মেলনে সভাপতি পদের প্রার্থী হচ্ছেন, এমনটি শোনা গেলেও তা অনেকটায় নাকচ করে দিয়েছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি। তবে তিনি বলেন দলের সভানেত্রী তাকে দায়িত্ব দিয়ে তিনি গ্রহণ করবেন। প্রার্থী তালিকায় জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার আলমের নাম শোনা গেলেও তিনিও জানিয়েছেন প্রার্থী হচ্ছেন না।
×