ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে সংসদ সদস্য কেরামত আলীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১২:০৫, ৮ ডিসেম্বর ২০১৯

রাজবাড়ীতে সংসদ সদস্য কেরামত আলীর সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৭ ডিসেম্বর ॥ সম্পূর্ণ অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারিতা এবং গঠনতন্ত্রকে উপেক্ষা করে একতরফাভাবে রাজবাড়ীতে আওয়ামী লীগের ইউনিট কমিটিগুলো গঠনের প্রতিবাদে শনিবার রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী সংবাদ সম্মেলন করেছে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ব্যানারে স্থানীয় একটি চাইনিজ রেস্তরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে যাওয়ার মুখে একদল উচ্ছৃঙ্খল যুবক সাংসদ কাজী কেরামত আলীকে বাধা দেয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি মহম্মদ আলী চৌধুরী, সহ সভাপতি আকবর আলী মর্জি, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক মহসিন উদ্দিন বতু, কোষাধ্যক্ষ আজগর আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সাংসদ কাজী কেরামত আলী বলেন, কাউন্সিলের দিন তারিখ, কাউন্সিলর, ডেলিগেটস তালিকা তৈরি না করে জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জামাত, বিএনপি, ফ্রিডম পার্টি ও অন্যান্য দল থেকে আগত হাইব্রিডদের নিয়ে নেতা নির্বাচন করছেন।
×