ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদকবিরোধী সভা

প্রকাশিত: ১২:০৬, ৮ ডিসেম্বর ২০১৯

মাদকবিরোধী সভা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৭ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদ (এ্যাসোসিয়েট মেম্বার কমিটির) উদ্যোগে মাদক, যৌন হয়রানি, সন্ত্রাস, দুর্নীতি, বাল্যবিয়ে, সালিশ বাণিজ্যের প্রতিবাদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১নং ওয়ার্ডের খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর আলম মুন। বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন চৌধুরী ও এসএম ইব্রাহীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাসেম সরদার, ইব্রাহীম মিয়া, বর্নালী আক্তার প্রমুখ। জাপানে চাকরি পেল ৫ প্রশিক্ষণার্থী স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) পাঁচ প্রশিক্ষণার্থী সরকারীভাবে জাপান চাকরি পেয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ব্যাচের এই পাঁচ শিক্ষার্থী হলো আবদুর রাজ্জাক, রাব্বী ইসলাম, রুবেল ইসলাম, হৃদয় ইসলাম ও গোলাম আযম সাজু। তাদের বাড়ি নীলফামারী সদরের খোকশাবাড়ি, রামগঞ্জ গ্রামে ও শহরের গাছবাড়ি মহল্লায়। শনিবার নীলফামারী টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমান জানায়, প্রথম ব্যাচের ৩০ জনের মধ্যে ১৯ জন উত্তীর্ণ হন। সেখান থেকে এ পাঁচজনকে জাপানে চাকরির জন্য নির্বাচন করা হয়। তিনি বলেন, বাংলাদেশ সরকারের সহায়তায় তারা জাপানে চাকরি করতে যাচ্ছেন।
×