ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে জলছবি মাইম থিয়েটার উদ্বোধন

প্রকাশিত: ১৩:৪৬, ৮ ডিসেম্বর ২০১৯

কিশোরগঞ্জে জলছবি মাইম থিয়েটার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ মূকাভিনয় নির্ভর সাংস্কৃতিক সংগঠন ‘জলছবি মাইম থিয়েটার’ যাত্রা শুরু করেছে। রিফাত ইসলামের নেতৃত্বে সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, সমাজসেবক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পলাশ, জলছবি সাংস্কৃতিক সংঘের সভাপতি বিপুল মেহেদী, সাধারণ সম্পাদক মশিউর রহমান কায়েস, সমন্বয়ক সজল রহমান, যুগ্ম সম্পাদক আবুল হায়দার কাঞ্চন, জাদু শিল্পী আশিষ বিশ^াস, সংস্কৃতি কর্মী হাসান ইমরুল, তাকরিম আহমেদ প্রমুখ। উদ্বোধনীর পূর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা রিফাত ইসলাম বলেন, মূকাভিনয় একটি প্রাচীন শিল্প। এ শিল্পের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রিক অবক্ষয় তুলে ধরা সম্ভব। তাই মূকাভিনয়ের প্রচার ও প্রসারে জলছবি মাইম থিয়েটার কাজ করে যাবে। তিনি আরও জানান, খুব শীঘ্রই জলছবি মাইম থিয়েটারের পরিচালনা পর্ষদ ঘোষণা করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।
×