ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ৩০ জন আহত

প্রকাশিত: ০২:৪০, ৮ ডিসেম্বর ২০১৯

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি  সংঘর্ষে  ৩০ জন আহত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ শহরের ইবি রোড এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহকদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। সংঘর্ষ ঠেকাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না জানান তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বিজয় র্যালি বের করে ইবি রোড দিয়ে যাবার সময় বিএনপি’র কর্মীরা র্যালির পেছনে হামলা করে । এত দলের কমপক্ষে ১০ জন আহত হয়। এর জবাবে র্যালি থেকে ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা করে । এসময় সংঘর্ষ বাধে। জেলা ব্এিনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন-কেন্দ্রীয় কর্মসুচী অংশ হিসেবে কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পৌর ভাসানী মিলনায়তনে সমাবেশ চলাকালে র্যালি থেকে ছাত্রলীগের কর্মীরা হামলায় চালায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পলিশ লাঠি চার্জ করে এবং টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
×