ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তজার্তিক চোরাকারবারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৫, ৮ ডিসেম্বর ২০১৯

আন্তজার্তিক চোরাকারবারী চক্রের  ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে একটি পর্তুগালের মুদ্রা এবং একটি পাথরের থালাসহ আন্তজার্তিক চোরাকারবারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জেলার সদর থানার বাইপাস ব্রীজ এলাকা থেকে মোঃ মোক্তাদির আলম জনি (৩০), মোঃ রাসেল মাহমুদ (২৪) এবং মোঃ নাহিদ হোসেন (২৮ কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পর্তুগালের একটি মুদ্রা ও একটি পাথরের থালা উদ্ধার করা হয়। অপরদিকে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে জেলার বদলগাছী থেকে শ্রী হরিশ পাহান (৫০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর পুরানো গোপিনাথপুর থেকে মোঃ আব্দুল আলীম (৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলো, নীলফামারী জেলার ডোমার থানার পশ্চিম হরিনচড়া গ্রামের মোঃ মোস্তাকিন আলমের ছেলে মোক্তাদির আলম জনি, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার হরিপুর ওপর গ্রামের মোঃ মিরাজ আলমের ছেলে রাসেল মাহমুদ, সদর থানার গাংজোয়ার গ্রামের মোঃ আঃ মান্নানের ছেলে নাহিদ হোসেন, জেলার বদলগাছী থানার মাদকপাড়া গ্রামের সুরত পাহানের ছেলে হরিশ পাহান এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পুরানো গোপিনাথপুর গ্রামের মোঃ আঃ জলিলের ছেলে আব্দুল আলীম। তারা আন্তজার্তিক চোরকারবারী দলের সক্রিয় সদস্য বলে ডিবি জানায়। এছাড়া উদ্ধারকৃত মুদ্রা এবং পাথরের থালাটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শণ। এব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
×