ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:৩০, ৮ ডিসেম্বর ২০১৯

দিনাজপুরে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে তাস খেলার সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় ডুবে যাওয়া সিদ্দিকুর রহমানের (৩৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে। এর আগে বিকেল ৫টার দিকে পুনর্ভবা নদীর রাজাপাড়া ঘাট নামক স্থানে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। নিহত সিদ্দিকুর রহমান সদর উপজেলার গবরাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। পুলিশ জানায়, সিদ্দিকুর রহমানসহ ১০/১২ জন পুনর্ভবা নদীর রাজাপাড়া ঘাটে নদীর ধারে বসে তাস খেলছিল। এ সময় ওই দিক দিয়ে কোতয়ালী থানার পুলিশের একটি টহল দল যাচ্ছিল। তারা পুলিশ দেখে যে যার মত দৌড় দিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে তিনজন পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে নদীতে ঝাঁপ দেয়। দুইজন নদীর পানি সাঁতরে তীরে উঠতে পারলেও সিদ্দিকুর রহমান ডুবে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে রাত ৯টার দিকে তার সিদ্দিকুর রহমানের মরদেহ নদী থেকে উদ্ধার করে। কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
×