ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ

প্রকাশিত: ০৬:১২, ৮ ডিসেম্বর ২০১৯

ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ

অনলাইন রিপোর্টার ॥ ইন্টারনেট থেকে অবিলম্বে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির ছবি, ভিডিও সরানোর পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে স্টামফোর্ড ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার (২০) মরদেহের ছবিও ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন আদালত। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন। আদালতে রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম শুনানি করেন। রুলে কারো অনুমতি ছাড়া অনলাইন মিডিয়া, পোর্টাল ও স্যোশাল মিডিয়ায় কোনো ব্যক্তির তথ্য ও স্পষ্ট ছবি প্রচার নিয়ন্ত্রণে বিবাদীর ব্যর্থতা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এসব রুলের জবাব দিতে বলা হয়েছে। পরে ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু বলেন, প্রত্যেক ব্যক্তিরই একটি পরিবার আছে। সামাজিক অবস্থান আছে। কিন্তু বছরের পর বছর ধরে সেলিব্রেটিদের বা সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয় ছবি দিয়ে নিউজ প্রচার করা হচ্ছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যক্তিগত ও অশ্লীল ছবি ছড়িয়ে পড়ছে। এগুলো প্রচার বন্ধে গত ২৮ নভেম্বর রিট দায়ের করেছি। আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন।
×