ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা লাকী মা হলেন

প্রকাশিত: ০৭:৫৩, ৮ ডিসেম্বর ২০১৯

গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা লাকী  মা হলেন

অনলাইন রিপোর্টার ॥ গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা হিসেবেই তিনি বেশি পরিচিত। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা শাহবাগ আন্দোলনে 'ক-তে কাদের মোল্লা, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই' স্লোগানগুলো সে সময় সবাইকে দিনরাত আটকে রেখেছিলো। সেদিনের সেই লাকী আক্তার আজ মা হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন লাকীর স্বামী ও ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা জাহিদুল ইসলাম সজীব। শনিবার রাজধানীর একটি হাসপাতালে ফুটফুটে এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি। জন্মের সঙ্গে সঙ্গে নামও প্রকাশ পেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। লাকীর স্বামী জাহিদুল ইসলাম সজীব নবজাতকের ছবি প্রকাশের পাশাপাশি নাম দিয়েছে- রোজাভা সূর্য। লাকীর অপারেশন থিয়েটারের একটি ছবি ঘুরছে নেট দুনিয়াতে। সেখানে দেখা যাচ্ছে লাকির অপারেশন মাত্র শেষ হলো, ঠিক তখনও হাসিমুখে সেলফিতে সায় দিচ্ছেন তিনি। এদিকে লাকী মা হওয়াতে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। এক্টিভিস্ট আরিফ জেবতিক লিখেছেন, গণজাগরণ মঞ্চের আমাদের সহযোদ্ধা লাকি আক্তার আর সজীব দম্পতি কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন। তাঁদেরকে অভিনন্দন। ভাগ্নিকে এই কঠিন দুনিয়ায় আহলান ও সাহলান।
×