ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাই হিলবিরোধী আন্দোলন

প্রকাশিত: ০৮:১৯, ৯ ডিসেম্বর ২০১৯

 হাই হিলবিরোধী আন্দোলন

জাপানের কর্মক্ষেত্রে নারীদের হাই হিল জুতা পরতে হয়। প্রচলিত রীতি এবং আইন এটি করতে তাদের বাধ্য করেছে। সম্প্রতি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। সমাজকর্মী ইউমি ইশকাওয়ার উদ্যোগে শুরু হয়েছে হাই হিলবিরোধী #কুটু ( ) আন্দোলন। এ আন্দোলন দিন দিন গতি লাভ করছে। গত সপ্তাহে তিনি হাই হিল আইনটি বাতিলের জন্য সরকারের উদ্দেশে চিঠি লিখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ ব্যাপারে ব্যাপক সাড়া পাচ্ছেন। -সাউথ চায়না মর্নিং পোস্ট
×