ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিল্লীতে কারখানায় আগুনে ৪৩ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৮:২০, ৯ ডিসেম্বর ২০১৯

 দিল্লীতে কারখানায়  আগুনে ৪৩ জনের  প্রাণহানি

ভারতের রাজধানী দিল্লীর রানী ঝাঁসি সড়কের আনাজ মান্দি এলাকার একটি কারখানায় রবিবার ভোরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে আগুনে পুড়ে ৪৩ জন মারা যায়। মৃতদের অধিকাংশই কারখানার শ্রমিক। যখন আগুন লাগে, তখন কারখানার শ্রমিকরা ঘুমাচ্ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়া। অগ্নিকান্ড স্থল থেকে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকা পড়া অনেককে উদ্ধার করে আরএমএল হাসপাতাল ও হিন্দু রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘৬শ’ বর্গফুটের ওই কারখানাটিতে ভোরে আগুন লাগে। এর ভেতরটা অন্ধকার। এখানে স্কুলব্যাগ, বোতল তৈরি করে রাখা হতো। আমরা ৫০ জনকে উদ্ধার করেছি, তাদের বেশিরভাগের ধোঁয়ায় দমবন্ধ অবস্থা হয়েছিল।’ আগুন লাগার কারণ জানা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
×