ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দীপু হাজরার প্রথম বিজয়

প্রকাশিত: ০৯:০৫, ৯ ডিসেম্বর ২০১৯

দীপু হাজরার প্রথম বিজয়

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ একটি নাম দীপু হাজরা। বিশেষ করে টিভি নাট্যাঙ্গনে অনেকটাই জনপ্রিয় দীপু হাজরা। আলোচিত নানা গল্পের নাটক নির্মাণ করলেও প্রথমবারের মতো বিজয় দিবসের একটি টেলিফিল্ম তিনি নির্মাণ করেছেন। ‘সেই আমি’ নামের ওই টেলিফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড. মইনুল খান। ‘সেই আমি’ টেলিফিল্মটি আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুর ২-৪৫ মিনিটে চ্যানেল আইয়ের বিজয় দিবসের অনুষ্ঠানমালায় প্রচার হবে। বিজয় দিবসের টেলিফিল্ম নির্মাণ প্রসঙ্গে দীপু হাজরা বলেন, আমি এর আগেও নির্মাণ করতে চেয়েছিলাম কিন্তু যদি নির্দিষ্ট কোন চ্যানেল করে প্রচারের দায়িত্ব না নেয় তাহলে এই ধরনের গল্প করা অনেকটা ঝুঁকি থেকে যায়। অন্য দিকে ‘সেই আমি’ টেলিফিল্মের গল্পটি আমার কাছে বেশ ভাল লেগেছে তাই কাজটি করা। মুক্তিযুদ্ধের অনেক বিষয় নিয়ে কাজ করা হলেও প্রথম এই টেলিফিল্মের মাধ্যমে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগের কথা দর্শক জানতে পারবেন। মূলত জাহাঙ্গীরকে ঘিরেই গল্পটি আবর্তিত হয়েছে। এমন একটি টেলিফিল্ম নির্মাণ করতে পেরে নিজেও গর্বিত অনুভব করছি। নন্দিত নির্মাতা দীপু হাজরা প্রায় ১০ বছরে তিনি নির্মাণ করেছেন দর্শক নন্দিত নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। দীর্ঘ বছর চাকুরী করেছেন একুশে টেলিভিশনে। সেখান থেকেই তার নাটক পরিচালনা শুরু। তার আলোচিত নাটক গুলোর মধ্যে ‘ইলু ইলু’, ‘শাপলা স্টুডিও’, ‘জিন্না কসাই’, ‘কুত্তা চোর’, ‘ভোঁদাই’, ‘কাঁক’, ‘ছবির দেশে কবিতার দেশে’, ‘লাভ রশিদ’, ‘গান মজিদ’, ‘মফিজ বিএসসি’, ‘মেন্টাল ফ্যামিলি’, ‘হ্যাপি ফ্যামিলি’, ‘ভাগের মা’, ‘জয়েন ফ্যামেলি’ অন্যতম। এই সকল নাটকগুলো এতটাই দর্শক সাড়া ফেলেছে যে, দীপু হাজরা মানেই নতুন কিছু, নতুন ভাবনা দিয়ে তিনি নির্মাণ করেন সমাজের অসংগতির প্রতিচিত্র। ‘থ্রি কমরেডস’ নামের ১০৭ পর্বের একটি ধারাবাহিক নাটক তিনি নির্মান করেন যেটি একুশে টেলিভিশনে প্রচার হয়েছে। নাটকের শূটিং এ একাধিক বার গিয়েছেন থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেপালে।
×