ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএপি সারে কেজিতে দাম কমল ৯ টাকা

প্রকাশিত: ০৯:২১, ৯ ডিসেম্বর ২০১৯

ডিএপি সারে কেজিতে দাম কমল  ৯ টাকা

কৃষকের স্বার্থে ফসলের উৎপাদন ব্যয় কমাতে বর্তমান কৃষিবান্ধব সরকার ডিএপি (ডাই-এ্যামোনিয়াম ফসফেট) সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করেছে। সম্প্রতি সচিবালয়ে সারের মূল্য হ্রাসের বিষয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি এ ঘোষণা দেন। এ সময় কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন। এর আগে ১৪ জানুয়ারি ২০০৯ সালের পূর্বে ডিএপি সারের প্রতি কেজির দাম ছিল ৯০ টাকা। আওয়ামী লীগ সরকার গঠনের পর কয়েক দফায় ডিএপি সারের মূল্য কমিয়ে প্রতি কেজি ২৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে ডিএপি সারের দাম ৯ টাকা কমিয়ে ডিলার পর্যায়ে প্রতি কেজি ১৪ টাকা ও কৃষক পর্যায়ে ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিএপি সারের ব্যবহার বৃদ্ধির ফলে কৃষকের ইউরিয়া সারের সাশ্রয় হবে শতকরা ৪০ ভাগ যা টাকার হিসেবে প্রায় ৭ টাকা। ফলে ডিএপি সার ব্যবহারে কৃষকের প্রকৃত সাশ্রয় হবে কেজি প্রতি ১৬ টাকা। এতে কৃষকের উৎপাদন খরচ হ্রাস পাবে এবং কৃষক লাভবান হবেন। -বিজ্ঞপ্তি
×