ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈকতে ট্রাফিক জ্যাম!

প্রকাশিত: ০৯:৫১, ৯ ডিসেম্বর ২০১৯

 সৈকতে ট্রাফিক জ্যাম!

বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ। সেই মায়ামির সমুদ্রসৈকতের দক্ষিণ অংশে এখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। মায়ামির সৈকতের এই ছবি দেখে অনেকেই খুব অবাক হয়েছেন। তারা মনে করেছেন, ট্রাফিক জ্যাম লেগেছে মায়ামি সৈকতে। তবে মায়ামিতে ইতোমধ্যেই শুরু হয়েছে আর্ট বাসেল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। সেই উৎসবে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা। তাদের সেই শিল্পকলা ফুটে উঠছে মায়ামি শহরজুড়ে। এই ‘ট্রাফিক জ্যাম’ আসলে সেই শিল্পকলারই অংশ। আর্জেন্টিনার শিল্পী লিয়ান্দ্রো এরলিচ তৈরি করেছেন এই শিল্পকলা। এর নাম দেয়া হয়েছে ‘অর্ডার অব ইমপর্ট্যান্স’। ৩ ডিসেম্বর উদ্বোধন হওয়া ওই শিল্পকলায় বালি দিয়ে তিনি তৈরি করেছেন গাড়ি ও লরি। সেই কাজে ব্যবহৃত হয়েছে প্রায় ৩৩০ টন বালি। ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শিত হবে এই ভাস্কর্য। -এবিসি নিউজ
×