ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এয়ার পিস্তলে রৌপ্য জয় শাকিলদের

প্রকাশিত: ০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০১৯

 এয়ার পিস্তলে রৌপ্য জয় শাকিলদের

স্পোর্টস রিপোর্টার, নেপাল থেকে ॥ রবিবার সকালে কাঠমান্ডুর সাতদোবাতোর শূটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের খেলা। এতে বাংলাদেশ রৌপ্যপদক অর্জন করে ১৭০২ পয়েন্ট নিয়ে। বাংলাদেশ দলের শূটাররা ছিলেন শাকিল আহমেদ (স্কোর ৫৭৩), আব্দুর রাজ্জাক (৫৭১), এবং সাব্বির আলামিন (৫৫৮)। ১৭১৩ পয়েন্ট পয়ে স্বর্ণ জয় করে ভারত দল (সুমিত রমন, রবিন্দর সিং ও শ্রাবণ কুমার)। ১৬৯৫ পয়েন্ট নিয়ে তা¤্রপদক জেতে পাকিস্তান (গুলফাম জোসেফ, কলিম উল্লাহ্ এবং রাশেদ ইদ্রিস)। তবে এই ইভেন্টে এককে হতাশ করেছেন এই তিন বাংলাদেশী শূটার। কেউ কোন পদকই পাননি! ১৩৪.৬ পয়েন্ট নিয়ে শাকিল হন সপ্তম এবং ১১৪.৯ পয়েন্ট নিয়ে রাজ্জাক হন আট জনের মধ্যে অষ্টম! রবিবার সবার দৃষ্টি নিবদ্ধ ছিল শাকিলের দিকে। কারণ সর্বশেষ ২০১৬ এসএ গেমসে তিনি স্বর্ণ জিতেছিলেন। তবে সেবার তিনি যে ইভেন্টে স্বর্ণ জয় করেছিলেন, সেই ৫০ মিটার পিস্তল ইভেন্ট এবারের এসএ গেমসে রাখা হয়নি। ফলে বাধ্য হয়ে শাকিলকে ১০ মিটারেই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। খেলা শেষ হলে কথা হয় শাকিলের সঙ্গে। দলগত ইভেন্ট নিয়ে তার ভাষ্য, ‘আমরা ভারতের সঙ্গে সমানতালেই লড়েছি। শেষেরদিকে গিয়ে একটু পিছিয়ে পড়ি। আর এটাই ব্যবধান গড়ে দেয়। তবে আমরা পদক জিতব, এতে আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’ দলীয় রৌপ্য জেতা প্রসঙ্গে শাকিলের ভাষ্য, ‘আমরা স্বর্ণ জিতিনি ঠিকই, কিন্তু আমার নিজের পারফর্মেন্স আগের চেয়ে অনেক ভাল হয়েছে। আমি ক্যারিয়ারে সেরা স্কোর ৫৭৩ করেছি এখানে এসে। তাছাড়া আমাদের দলীয় স্কোরও ন্যাশনালের চেয়ে বেশি। এজন্য আমি খুশি। চেষ্টা করব আগামীতে এর চেয়েও ভাল স্কোর গড়তে। আসলে দলীয় ইভেন্ট এমন একটি খেলা, এখানে আগে ভাগে কোন কিছু বলা যায় না। কারণ সবার সম্মিলিত স্কোর যোগ করে এখানে রেজাল্টটা হয়। আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তবে সামগ্রিক বিচারে আমাদের রেজাল্ট কিন্তু খারাপ হয়নি।’ নিজের প্রিয় ৫০ মিটারের পরিবর্তে এবার ১০ মিটারে খেলতে গিয়ে আট জনের মধ্যে সপ্তম হয়েছেন শাকিল। হতাশাজনক ফল, কোন সন্দেহ নেই। কিন্তু শাকিল মোটেও হতাশ হন, বরং তিনি বেশ সন্তুষ্টই! এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি এই ১০ মিটারে নতুন খেলছি। ফলে অভিজ্ঞতাও অনেক কম। সেটা বিবেচনা করলে এই ইভেন্টের চূড়ান্তপর্বে খেলাটাই অনেক বড় ব্যাপার। আর সেটাই আমি করতে পেরেছি। কাজেই সপ্তম হয়েও আমি অখুশি নই। কারণ আমার লক্ষ্যই ছিল এই ইভেন্টে ৫৬৫ থেকে ৫৭০-এর মধ্যে স্কোর করব, কিন্তু করেছি ৫৭৩। কাজেই এই স্কোর অবশ্যই আমার জন্য অনেক ভাল স্কোর। আগামীতে এটার আরও উন্নতি ঘটাতে পারব।’ আজ আরদিনা ফেরদৌস আঁখির সঙ্গে জুটি বেধে মিশ্র দলগত পিস্তল ইভেন্টে অংশ নেবেন শাকিল।
×