ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভয়ঙ্কর পিচে খেলা পরিত্যক্ত, মেলবোর্ন টেস্ট নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ০৯:৫৮, ৯ ডিসেম্বর ২০১৯

ভয়ঙ্কর পিচে খেলা পরিত্যক্ত, মেলবোর্ন টেস্ট নিয়ে উদ্বেগ

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার পার্থে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে শুরু দ্বিতীয় টেস্ট। তবে সিরিজ শুরুর আগেই বিপজ্জনক পিচের কারণে ঝুঁকিতে পড়েছে বক্সিং ডে’ টেস্ট। উদ্বেগের শুরু শনিবার। বিপজ্জনক পিচে নিরাপত্তা ইস্যুতে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচ এ দিন পরিত্যক্ত হয়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) চলছিল ভিক্টোরিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পাঁচদিনের ম্যাচ। শনিবার ছিল ম্যাচের চতুর্থদিন। এদিন ব্যাটিংয়ের সময় বারবার বলের আঘাত পান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান শন মার্শ ও মার্কাস স্টয়নিস। অবস্থা বেগতিক দেখে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। ম্যাচ রেফারি বব প্যারি বলেছেন, বিপজ্জনক এমসিজি পিচ নিয়ে উদ্বেগের কারণে ভিক্টোরিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা পরিত্যক্ত হওয়ার পর থেকে ‘প্লেয়ারর্স ওয়েলফেয়ার’ উদ্বেগের মধ্যে আছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) এমসিজি’র পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছে।
×