ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্প্যানিশ লা লিগা, ন্যুক্যাম্পে গোলোৎসব করে জয় বার্সিলোনার

রোনাল্ডোকে টপকে রেকর্ড হ্যাটট্রিক মেসির

প্রকাশিত: ০৯:৫৯, ৯ ডিসেম্বর ২০১৯

 রোনাল্ডোকে টপকে রেকর্ড হ্যাটট্রিক মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর জয়ের উৎসবটা দুর্দান্তভাবে করলেন লিওনেল মেসি। গত ২ ডিসেম্বর ফরাসী ম্যাগাজিনের গৌরবময় এ্যাওয়ার্ড জয়ের পর শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় রেকর্ডগড়া হ্যাটট্রিক করেছেন বার্সিলোনার আর্জেন্টাইন জাদুকর। অধিনায়কের হ্যাটট্রিকে ভর করে ঘরের মাঠ ন্যুক্যাম্পে কাতালানরা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী মায়োর্কাকে। ব্যালন ডি’অর জেতার পর এই প্রথম মাঠে নামেন মেসি। যে কারণে রীতি অনুযায়ী ম্যাচ শুরুর আগে নিজের গোল্ডেন বলটি প্রদর্শন করেন বর্তমান ফিফা সেরা তারকা। এরপর মাঠের লড়াইয়ে দেখান চোখ ধাঁধানো পারফর্মেন্স। ম্যাচের ১৭, ৪১ ও ৮৩ মিনিটে গোল করে আরেকটি হ্যাটট্রিক। এর মধ্য দিয়ে ব্যক্তিগত লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আরেকটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন মেসি। স্প্যানিশ লা লিগায় গত মাসেই সেল্টা ভিগোর বিরুদ্ধে করেছিলেন ক্যারিয়ারের ৫২তম হ্যাটট্রিক। যা ছিল স্প্যানিশ লা লিগায় ৩৪তম। ওই হ্যাটট্রিকের মাধ্যমে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডে রোনাল্ডোর পাশে বসেছিলেন মেসি। এবার জুভেন্টাসের পর্তুগীজ তারকাকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি (৩৫ হ্যাটট্রিক) নিজের করে নিয়েছেন। ২০১৯ সালে এই নিয়ে লীগে মোট চার হ্যাটট্রিক করলেন মেসি। সর্বশেষ ২০১৪ সালে এতগুলো হ্যাটট্রিক করেছিলেন তিনি। পরশু রাতে ৩৫তম হ্যাটট্রিক করে ছাড়িয়ে গেছেন সি আর সেভেনকে। লা লিগায় হ্যাটট্রিকের সংখ্যায় তিনে আছেন টেলমো জারা। তিনি করেন ২৩টি হ্যাটট্রিক। এর পরের স্থানে আছেন ২২ হ্যাটট্রিক করা আলফ্রেড ডি স্টেফানো। ১৯ হ্যাটট্রিক করে পাঁচে অবস্থান মুনডোর। এর পাশাপাশি প্রথম কোন ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে টানা ১৪ মৌসুমে ১০টির বেশি গোলের কীর্তি গড়েছেন মেসি। দুরন্ত হ্যাটট্রিকে এবারের লা লিগায় সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন মেসি। তার গোলসংখ্যা ১২। তিনি পেছনে ফেলেছেন ১১ গোল করা রিয়াল মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড করিম বেনজেমাক। মায়োর্কার বিরুদ্ধে জয় লা লিগায় বার্সার টানা ১৪তম জয়। আর সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালানরা অপরাজিত আছে টানা ৩০ ম্যাচ। ঘরের মাঠে চলতি আসরে ৭ ম্যাচেই করেছে ৩০ গোল! এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ফিরেছে বার্সিলোনা। আরেক ম্যাচে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে কিছু সময়ের জন্য শীর্ষে উঠা রিয়াল মাদ্রিদ নেমে গেছে দুই নম্বরে। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে আছে গ্যালাক্টিকোরা। ম্যাচের শুরু থেকেই মায়োর্কার উপর চড়াও হয়ে খেলতে থাকা বার্সা প্রথম গোল আদায় করে সপ্তম মিনিটে। এ সময় গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের গোল কিক থেকে বল পেয়ে গোল করেন ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান। এর মধ্য দিয়ে দুই মাসের মধ্যে দলের দুটি গোলে অবদান রাখলেন বার্সার জার্মান গোলরক্ষক। ১৭ মিনিটে গ্রিজম্যানের কাছে থেকে বল পেয়ে নিজের প্রথম গোল করেন মেসি। খেলার ধারার বিপরীতে ৩৫ মিনিটে ব্যবধান কমায় মায়োর্কা। সালভা সেভিয়ার দারুণ পাস পেয়ে যান আন্টে বুডিমির। তার শট একজনের পায়ে লেগে জালে জাড়িয়ে যায়। ৪১ মিনিটে দর্শনীয় গোলে বার্সার ব্যবধান আরও বাড়ান মেসি। দুই মিনিট পর গোলোৎসবে শামিল হন লুইস সুয়ারেজ। ডাচ তারকা ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে জোরালো ব্যাকহিলে জাল খুঁজে নেন উরুগুয়েন ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে লা লিগায় মুখোমুখি হয়েছেন এমন ২৮ দলের সবকটির বিরুদ্ধে গোল করার রেকর্ড গড়েছেন সুয়ারেজ। বিরতির পর ৬৪ মিনিটে ব্যবধান কমায় মায়োর্কা। ফ্রান গামেজের ক্রসে হেড করে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন বুডিমির। এরপর ৮৩ মিনিটে ষষ্ঠ ব্যালন ডি’অর মেসি উদযাপন করেন লা লিগায় নিজের ৩৫তম হ্যাটট্রিক পূরণ করে। সুয়ারেজের পাস থেকে জোরালো শটে প্রতিপক্ষের জাল কাপান বার্সা অধিনায়ক।
×