ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসকে থামাল ল্যাযিও

প্রকাশিত: ১০:০১, ৯ ডিসেম্বর ২০১৯

 জুভেন্টাসকে থামাল ল্যাযিও

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে পরাজয়ের স্বাদ পেল জুভেন্টাস। চলতি মৌসুমে তাদের প্রথম হারের স্বাদ উপহার দিল ল্যাযিও। ইতালিয়ান সিরি এ লীগে শনিবার ল্যাযিও ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে। দারুণ রোমাঞ্চকর ম্যাচে এদিন স্টাডিও অলিম্পিকোতে ৯০ মিনিটের ম্যাচে ছিল সবকিছুই। লাল কার্ড, পেনাল্টি, দুর্দান্ত সেভ-সবকিছুই দেখা গেল ল্যাযিও-জুভেন্টাসের ম্যাচে। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে টানা ৭ ম্যাচ জিতে সিরি এ লীগের শিরোপার লড়াইটাকে যেন নতুন করে জমিয়ে তুলল ল্যাযিও। তবে প্রথমেই এগিয়ে যায় জুভেন্টাস। পাউলো দিবালার পাস বক্সের মাথা থেকে বাম দিকে বাড়িয়েই ভেতরে ঢুকে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রড্রিগো বেন্টাঙ্কুর পর দারুণ এক ক্রস করেছিলেন দূরের পোস্টে থাকা রোনাল্ডোর কাছে। গোলের কাছাকাছি থেকে নির্ভুল ফিনিশে দারুণ এক দলগত আক্রমণের ইতি টানেন সি আর সেভেন গোল করে। যার ফলে ২৫ মিনিটেই প্রথম এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু গোল হজম করেই যেন জ্বলে উঠে স্বাগতিক শিবির। প্রথমার্ধের শেষের দিকে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ল্যাযিও। লুইস আলবার্তোর ডানদিক থেকে করা নিখুঁত ক্রসে লাফিয়ে উঠে হেড করে দলকে সমতায় ফেরান লুইস ফিলিপে। বিরতির পরও দেখা যায় দারুণ হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে রক্ষণ সামলে এক কাউন্টার এ্যাটাকে উঠতে গিয়েই শেষ ডিফেন্ডার হিসেবে হুয়ান কুয়াদ্রাদোর ফাউলের শিকার হন লাজ্জারি। রেফারি প্রথমে কুয়াদ্রাদোকে হলুদ কার্ড দেখালেও ভিএআরে পরামর্শে মাঠের বাইরে গিয়ে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলিয়ে লাল কার্ড দেখান। যার ফলে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৪ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সার্গে মিলিঙ্কোভিচ সাভিচ দারুণ এক গোল করেন। এরপর দেখা যায় ছন্নছাড়া জুভেন্টাসকে। এক পর্যায়ে হুয়াকেন কোরেয়া একা পেয়ে যান জুভেন্টাস গোলরক্ষক ভোজায়িক সেজনিকে। ওয়ান অন ওয়ানে বল ধরতে গিয়ে সেজনি করলেন ফাউল। পেনাল্টি পেলেও সাবেক ক্লাবের বিপক্ষে ইম্মোবিলে নিজের রাতটা রাঙ্গাতে পারেননি। সেজনি দুর্দান্ত ডাবল সেভে ফিরিয়ে দেন ইম্মোবিলেকে। ম্যাচের অতিরিক্ত সময়ে ফিলিপে কায়সেদো আরেক গোল করলে জুভেন্টাসের বিপক্ষে ৩-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ল্যাযিও। জুভেন্টাসের আক্রমণভাগে তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি। ইতালিয়ান চ্যাম্পিয়নদের স্কোয়াডে আছেন রোনাল্ডো, দিবালা ও হিগুয়েইন। তবে তাদের একসঙ্গে মাঠে খুব কম সময়েই দেখতে পাওয়া যায়। ল্যাযিওর বিপক্ষেও দেখা যায় প্রথম একাদশে ছিলেন না হিগুয়েইন। তবে রেখেছিলেন দুই তারকা রোনাল্ডো-দিবালাকে। পরবর্তীতে বদলি হিসেবে দিবালার জায়গায় খেলতে নামেন হিগুয়েইন। এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। তবে দলটির কোচ মাউরিসিও সারি নিজের সিদ্ধান্তে অটল। তার বক্তব্য, আক্রমণভাগের ‘ত্রিফলা’কে একসঙ্গে খেলানো সম্ভব নয়। নিজের দাবির পেছনে কয়েকটি কারণও জুড়ে দিয়েছেন তিনি। সারি বলেন, ‘এই মুহূর্তে আক্রমণভাগে তিন ফরোয়ার্ডকে খেলানো খুবই কঠিন। কারণ তারা ভিন্ন ভিন্ন ধাঁচের খেলোয়াড়। দিবালাকে মাঠের নিচের দিকে নেমে যাওয়া থেকে আপনি বিরত রাখতে পারবেন না। আবার রোনাল্ডো আক্রমণভাগের একেবারে কেন্দ্রেও খেলে না। তাই পেনাল্টি অঞ্চলটা পরিপূর্ণ করতে আমাদের কিছু সতর্কতামূলক পরিকল্পনা গ্রহণ করতে হয়।’
×