ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেন্সিংয়ে আরও দুই রৌপ্যপদক

প্রকাশিত: ১০:০২, ৯ ডিসেম্বর ২০১৯

 ফেন্সিংয়ে আরও দুই রৌপ্যপদক

স্পোর্টস রিপোর্টার, নেপাল থেকে ॥ শনিবার মেয়েদের স্যাবার ইভেন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছিলেন ফাতেমা মুজিব। আন্তর্জাতিক আসরে বাংলাদেশ ফেন্সিং থেকে জিতেছিল প্রথম সোনা। রবিবারও পদক জিতেছেন বাংলাদেশী ফেন্সাররা। তবে সোনা নয়, রৌপ্যর পদক। ছেলেদের ইপি দলগত ইভেন্টে রৌপ্য জিতেছে বাংলাদেশ। ইমতিয়াজ, মন্ডল, রহিম এবং দাস মিলে বাংলাদেশকে এনে দেন রৌপ্য। ছেলেদের স্যাবার দলগত ইভেন্টেও রৌপ্য জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে ভারত। নারীদের ফয়েল দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন সানজিদা, স্বপ্না, মৌ এবং খাতুন। জুডোতে দুই ব্রোঞ্জ ॥ জুডো থেকে রবিবার বাংলাদেশ জিতেছে দুটি ব্রোঞ্জ। ললিতপুরে মাইনাস ৬৬ কেজি ওজন শ্রেণীতে সেরা তিনেও থাকতে পারেননি মোহাম্মদ নাদিম। পাঁচ প্রতিযোগিতার মধ্যে তিনি হন পঞ্চম। মাইনাস ৭৩ কেজিতে ব্যর্থ হয়েছেন আমিরুল ইসলাম-ও। পাঁচজনের মধ্যে সবার শেষে অবস্থান তার। মেয়েদের মাইনাস ৫২ কেজিতে ব্রোঞ্জ জেতেন তাহমিদা তাবাসুম। তিনি হারান নেপালের দেভিকা খড়কাকে। জুডো থেকে দিনের দ্বিতীয় ব্রোঞ্জটি জিতেছেন উকরয় মারমা। মেয়েদের মাইনাস ৬৩ কেজি ওজন শ্রেণীতে মারমা হারান নেপালের নিরমলা গাত্রিকে। সাঁতারে নূল আলমের রৌপ্য ॥ সাতদোবাতোর সুইমিং কমপ্লেক্সে ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রৌপ্যপদক জেতেন মোহাম্মদ নূর আলম। তিনি সময় নেন ২৮.৮১ সেকেন্ড। এই ইভেন্টে স্বর্ণ জেতেন পাকিস্তানের ইয়া খান। একই ইভেন্টের নারী বিভাগে হতাশ করেছেন নাইমা আক্তারও। ৩৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করা নাইমার অবস্থান আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে। ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন ফয়সাল আহমেদ। তিনি সময় নেন ৪ মিনিট ১২.২৪ সেকেন্ড। মেয়েদের এই ইভেন্টে ৫ মিনিট ২৭.৮১ সেকেন্ড সময় নিয়ে মুক্তি খাতুন সবার শেষে সাঁতার শেষ করেন। ব্রোঞ্জের মধ্যেই আটকে আছেন লন্ডনপ্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ৩৩.৭৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন জুনাইনা। হতাশ করেছেন জুয়েল আহমেদও। ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে চতুর্থ হন তিনি। কুস্তিতে নিপার রূপা ॥ নারী কুস্তিতে ৫৯ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের আইরিন নিপা। ছেলেদের ৮৬ কেজি ওজন শ্রেণীতে শ্রীস্বত রয়, নারীদের ৬২ কেজি ওজন শ্রেণীতে শারমিন আক্তার, নারীদের ৬৫ কেজি ওজন শ্রেণীতে লাকি এবং ৭২ কেজি ওজন শ্রেণীতে রোজিনা আক্তার ব্রোঞ্জ জিতেছেন। কাবাডি দলের হতাশার সমাপ্তি ॥ কাবাডিতে এত টাকা খরচ করেও ফলাফল অশ^ডিম্ব বাংলাদেশের! ছেলে-মেয়ে দুই বিভাগেই চতুর্থ হয়েছে বাংলাদেশ। ছেলেদের কাবাডিতে বাংলাদেশ ৩৫-২০ পয়েন্টে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ হয়েছে বাংলাদেশ। গেমস কাবাডির নিয়ম অনুযায়ী মেয়েদের মতো ছেলেরাও চতুর্থ ব্রোঞ্জ পেয়েছে।
×