ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারী কর্মীদের নিয়োগকর্তার সঙ্গে চুক্তি না থাকলে বিদেশ যাত্রা বন্ধ ॥ প্রবাসী সচিব

প্রকাশিত: ১০:২৪, ৯ ডিসেম্বর ২০১৯

  নারী কর্মীদের  নিয়োগকর্তার সঙ্গে চুক্তি না থাকলে বিদেশ যাত্রা বন্ধ ॥ প্রবাসী সচিব

স্টাফ রিপোর্টার ॥ বিদেশগামী বাংলাদেশী নারী কর্মীদের নিয়োগকর্তার সঙ্গে চুক্তি না থাকলে তাদের বিদেশ যাত্রা বন্ধ (অফলোড) করা হবে। চুক্তির বাইরে কোন নারী কর্মীকে পাঠাতে পারবে না জনশক্তি রফতানিকারকরা। যদি কেউ গোপনে এমন কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে এক শ’র বেশি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে। যদি কোন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা এ সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছেন।
×