ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও ১৬৮ চিকিৎসকের নিয়োগ চূড়ান্ত

প্রকাশিত: ১২:৫৮, ৯ ডিসেম্বর ২০১৯

 আরও ১৬৮  চিকিৎসকের  নিয়োগ চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ ৩৯তম বিশেষ বিসিএসে আরও ১৬৮ চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৬৫ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে তিনজনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। রবিবার মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। এর আগে গত ১৯ নবেম্বর ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ চার হাজার ২০৩ জনকে সহকারী সার্জন এবং ২৪০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগ দিতে অনুরোধ জানানো হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশ না পেলে উল্লেখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগ দেবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
×