ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনভর ডিএসইর ওয়েবসাইট বিকল

প্রকাশিত: ১২:১২, ১০ ডিসেম্বর ২০১৯

দিনভর ডিএসইর ওয়েবসাইট বিকল

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বিকল হওয়ার কারণে তথ্য বিভ্রাটে পড়েছে বিনিয়োগকারীরা। সোমবার দিনের লেনদেন শুরুর বেশিরভাগ সময়ই যান্ত্রিক ত্রুটিতে ছিল ডিএসইর ওয়েবসাইট। সকাল ১০.৫৬ মিনিটের পর ডিএসইর ওয়েবসাইটে কোন আপডেট পাওয়া যায়নি। যার কারণে বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তথ্য আপটেড না হওয়ার কারণে ব্রোকারেজ হাউসের বাইরে থাকা বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়ছেন। অভিযোগে জানা গেছে, সকাল ১০.৫৬ মিনিটের পর ডিএসইর ওয়েবসাইটে কোন তথ্য হালনাগাদ হয়নি। পরবর্তীতে দেড় ঘণ্টা পরে তা হালনাগাদ করা সম্ভব হয়। কিন্তু দুপুর সোয়া ২টা থেকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসই ওয়েবসাইটে একাধিকবার প্রবেশের চেষ্টা করা হলেও সাইটিতে প্রবেশ করা যায়নি। ডিএসইর পক্ষ থেকে এ অভিযোগের সত্যতা স্বীকার করে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×