ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমদানি শুল্ক ও ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি কম

প্রকাশিত: ১২:১৩, ১০ ডিসেম্বর ২০১৯

আমদানি শুল্ক ও ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি কম

রহিম শেখ ॥ চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৮৫ হাজার ৩১৭ কোটি টাকা। এই সময়ে শুল্ক-কর আদায় হয়েছে ৬৫ হাজার ৯৬ কোটি টাকা। এ ক্ষেত্রে ঘাটতি হয়েছে ২০ হাজার ২২০ কোটি টাকা। যদিও চলতি ২০১৯-২০ অর্থবছরে এনবিআরকে সার্বিকভাবে প্রায় ৪৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বিশেষ করে আমদানি শুল্ক ও ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি। এদিকে চলতি অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন চালু হয়েছে। ভ্যাট আদায়ের গতি বাড়াতে আজ থেকে ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’ পালন করবে সরকার। জানা যায়, চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এই অঙ্ক বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের ১৯ শতাংশের বেশি। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর হিসেবে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা আদায় করার লক্ষ্য ধরা হয়েছে বাজেটে। এছাড়া আমদানি শুল্ক থেকে ৩৬ হাজার ৪৯৮ কোটি টাকা, সম্পূরক শুল্ক থেকে ৪৮ হাজার ১৫৩ কোটি টাকা, রফতানি শুল্ক থেকে ৫৪ কোটি টাকা, আবগারি শুল্ক থেকে ২ হাজার ২৩৯ কোটি টাকা এবং অন্যান্য কর ও শুল্ক থেকে ১ হাজার ৬৭৭ কোটি টাকা আদায়ের পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিষয়ে জানতে চাইলে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, রাজস্ব আদায়ের ঘাটতিতে অর্থনীতির শ্লথগতির প্রতিফলন ঘটছে। আবার নতুন ভ্যাট আইন যেভাবে শুরু করার কথা ছিল, তা হয়নি। চলতি অর্থবছরে কোনভাবে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারবে না। বড় ধরনের ঘাটতি হবে। ফলে ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধিও হবে না। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৮৫ হাজার ৩১৭ কোটি টাকা। এই সময়ে শুল্ক-কর আদায় হয়েছে ৬৫ হাজার ৯৬ কোটি টাকা। এ ক্ষেত্রে ঘাটতি হয়েছে ২০ হাজার ২২০ কোটি টাকা। জুলাই-অক্টোবর সময়ে ভ্যাট আদায়ে লক্ষ্যের চেয়ে ঘাটতি হয়েছে ৮ হাজার ২৫৮ কোটি টাকা। এ খাতে আদায় হয়েছে ২৪ হাজার ৭৫১ কোটি টাকা, লক্ষ্য ছিল ৩৩ হাজার ১০ কোটি টাকা। তবে চার মাসে গতবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ১ শতাংশের কিছুটা বেশি। প্রথম তিন মাসে অবশ্য নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। নতুন ভ্যাট আইন বাস্তবায়নে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। নতুন আইনে ইবিআইএন ছাড়া ভ্যাট দেয়া যায় না। কিন্তু ওয়েবসাইটে গিয়ে এই নিবন্ধন নিতে পারছেন না অনেক ইবিআইএন প্রত্যাশী। ইবিআইএন পেতে অনেককে ভ্যাট কার্যালয়ে যেতে হচ্ছে। ভ্যাট দেয়ার প্রক্রিয়া এখনও ব্যবসায়ীরা রপ্ত করতে পারেননি। নানা বিষয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে এনবিআরের কাছে। এদিকে আমদানি ও রফতানিতে জুলাই-সেপ্টেম্বর মাসে শুল্ক আদায়ে প্রবৃদ্ধি নেই। প্রথম চার মাসে গতবারের সমান রাজস্ব আদায় হয়েছে। এই খাতে চার মাসের লক্ষ্য অর্জিত হয়নি, ঘাটতি হয়েছে ৭ হাজার ৮০০ কোটি টাকা। এই সময়ে ২৮ হাজার ৪৪৮ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ২০ হাজার ৬৪৮ কোটি টাকা। আয়কর খাতে জুলাই-অক্টোবর সময়ে আয়করে লক্ষ্যের তুলনায় ঘাটতি হয়েছে ৪ হাজার ১৬৩ কোটি টাকা। এই খাতে ২৩ হাজার ৮৫৮ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ১৯ হাজার ৬৯৫ কোটি টাকা। আয়করে প্রবৃদ্ধি ১২ শতাংশের বেশি। এদিকে রবিবার এনবিআরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, অর্থবছরের প্রথম মাসে (জুলাই) রাজস্ব আহরণে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি ছিল। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় মাসে গিয়ে আমাদের প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে গেছে। আবার অক্টোবর মাসে বেড়েছে। এই প্রবণতা আমরা ধরে রাখতে পারব বলে আমি মনে করি। এনবিআর চেয়ারম্যান বলেন, আমদানি রফতানি প্রবৃদ্ধি অনেক কমে গেছে। এ খাতে কিছুটা মন্দাভাব হওয়াতে শুল্ক আহরণ কিছুটা কমে পুঞ্জিভূত প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪ শতাংশ। তবে সারাবছর একই প্রবণতা থাকবে এটা আমরা প্রত্যাশা করি না। নবেম্বরে এটা বাড়বে। তবে এই সময়ে ভ্যাট আহরণে প্রবৃদ্ধির তথ্য তুলে ধরে তিনি বলেন, অক্টোবর পর্যন্ত সময়ে ভ্যাট আহরণে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯ শতাংশ। আয়কর খাতের প্রবৃদ্ধি ১১ দশমিক ৪৬ শতাংশ। মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমার মনে হয় চলতি অর্থবছর শেষ হওয়ার আগে আয়করে প্রবৃদ্ধি ২০ শতাংশে উন্নীত হবে। এ পর্যন্ত ১ লাখ ১২ হাজার ব্যবসায়ীর ভ্যাট নিবন্ধন হয়েছে জানিয়ে তিনি বলেন, বার্ষিক প্রবণতা অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভ্যাটের পরিমাণ বাড়ে। এ সময়ে লার্জ ট্যাক্স ইউনিটের (এলটিইউ) রাজস্বও বেশি পাওয়া যায়। ভ্যাট সপ্তাহের কর্মসূচী ॥ আজ মঙ্গলবার ‘জাতীয় ভ্যাট দিবস’। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’ পালন করবে সরকার। আজ সকাল ৮টায় সেগুনবাগিচায় রাজস্ব ভবন প্রাঙ্গণে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করা হবে। এ কর্মসূচী সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি মতবিনিময় সভা এবং সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।
×