ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ‘ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ’

প্রকাশিত: ১২:১৬, ১০ ডিসেম্বর ২০১৯

শুরু হচ্ছে ‘ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ’

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মতো শুরু যাচ্ছে ‘ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতা। দক্ষ সাইবার নিরাপত্তাকর্মী খুঁজে বের করার উদ্দেশে এ্যাট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হবে এ প্রতিযোগিতা। সোমবার রাজধানীর কাওরান বাজারে বেসিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয় আয়োজকদের পক্ষ থেকে। এবারের আয়োজনের আহ্বায়ক এবং এ্যাট বাংলাদেশের প্রতিনিধি আব্দুর রহমান শাওন বলেন, দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতি দলে সর্বোচ্চ তিনজন করে প্রতিযোগী অংশ নিতে নিবন্ধন করতে পারবেন, যা এরইমধ্যে শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন প্রক্রিয়া। ২৬ ডিসেম্বর অনলাইন গ্রুমিং এবং অনলাইন পরীক্ষার মাধ্যমে ফাইনালের জন্য দল বাছাই করা হবে। বাছাই করা দলগুলো নিয়ে ২৮ ডিসেম্বর রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ফাইনাল পর্ব।
×