ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রিয়াদকে নিয়ে সংশয়

প্রকাশিত: ১২:২৮, ১০ ডিসেম্বর ২০১৯

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রিয়াদকে নিয়ে সংশয়

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার মাঠে গড়াবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০। বুধবার প্রথম দিনেই সিলেট থান্ডারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে সেই ম্যাচে নামার আগে দুঃশ্চিন্তায় পড়েছে দলটি। অন্যতম সেরা তারকা মাহমুদুল্লাহ রিয়াদের এই ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত মাসের শেষে ভারত সফরে কলকাতায় দিবারাত্রির টেস্ট ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল রিয়াদের। সেখান থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি এ অলরাউন্ডার। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, উদ্বোধনী ম্যাচে রিয়াদের খেলার বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত হবে। চট্টগ্রামের দেশী ক্রিকেটারদের মধ্যে রিয়াদ ছাড়াও আছেন ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, নাসির হোসেন, রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র, নুরুল হাসান সোহান ও পিনাক ঘোষ। মূলত দেশী ক্রিকেটারদের ওপর নির্ভর করেই প্রথম কয়েকটি ম্যাচ খেলতে হবে তাদের। কারণ ওয়েস্ট ইন্ডিজের মারকুটে বাঁহাতি ওপেনার ক্রিস গেইল বঙ্গবন্ধু বিপিএলের শেষদিকে দলে যোগ দেবেন। আরও দুই উইন্ডিজ তারকা লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস বর্তমানে জাতীয় দলের সঙ্গে ভারত সফরে সিরিজ খেলছেন। তাই প্রথম ম্যাচে তাদের পাবে না চট্টগ্রাম। উদ্বোধনী ম্যাচে ইমাদ ওয়াসিম, রায়াদ এমরিট, আভিস্কা ফার্নান্দো ও রায়ান বার্লদের নিয়েই চালিয়ে নিতে হবে তাদের। এমন পরিস্থিতিতে আরেকটি বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে রিয়াদের ইনজুরি সমস্যা। ভারত সফরে গত মাসে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই হেরে যায় এবং সেদিনই দেশে ফিরে আসেন রিয়াদ। দিবারাত্রির এই টেস্টে ব্যাটিংয়ের সময় পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগার পর মাঠ ছেড়ে আসতে হয়েছিল তাকে। পরে আর ব্যাটিংই করা হয়নি। এ কারণেই দ্রুত ফিরে এসেছিলেন। কয়েকদিন মাঠের বাইরে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশীষের পরামর্শে। তবে চলতি মাসের শুরুর দিকে অনুশীলনে ফেরেন। মিরপুরের একাডেমিতে কয়েকদিন অনুশীলন করেছেন তিনি। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হননি। হ্যামস্ট্রিং সমস্যা থেকে অনেকখানিই সেরে উঠেছেন রিয়াদ, তবে ফিটনেস ফিরে পাননি। গ্রেড ওয়ান মাত্রার ইনজুরিতে ভুগছেন তিনি। সেজন্য ভারত থেকে ফিরে আসার পর এক সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছিল রিয়াদকে। সেখান থেকে পুরোপুরি রিকোভার না করার কারণে তাকে কোন ধরনের ঝুঁকি নিতে নিষেধ করেছেন দেবাশীষ। তিনি বলেন, ‘উদ্বোধনী ম্যাচে মাহমুদুল্লাহর খেলার সিদ্ধান্ত আসলে ম্যাচের আগ মুহূর্তে নেয়া হবে। তার খেলা নিয়ে অনিশ্চতয়া রয়েছে। আশানুরূপ উন্নতি হলেও তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাই না। আসলে মাহমুদুল্লাহ সুস্থ আছে। কিন্তু পুরোপুরি ফিট নয়। তাই তাকে অপেক্ষায় থাকতে বলা হয়েছে।’ রিয়াদ অন্যতম শক্তি চট্টগ্রামের ব্যাটিংয়ে। এছাড়া বল হাতে কার্যকর অফস্পিনে পূর্বের বিপিএল আসরগুলোয় চমক দেখিয়েছেন তিনি। তাই তাকে খেলানোর সর্বোচ্চ চেষ্টাই করবে চট্টগ্রাম। তবে বিসিবি চিকিৎসক সবুজ সঙ্কেত না দিলে তা সম্ভব হবে না। দেবাশীষ বলেন, ‘ওকে নিজের ওপর চাপ না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আমার মনে হয়, সে আরেকটু অপেক্ষা করতে পারবে। আমরা ওকে এই পরামর্শই দিয়েছি।’
×