ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৭ ডিসেম্বর গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলন

প্রকাশিত: ১৩:২৪, ১০ ডিসেম্বর ২০১৯

২৭ ডিসেম্বর গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলন

গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক হারে উন্নয়ন হলেও দুর্নীতি ও লুটপাট এই উন্নয়ন কালিমালিপ্ত করছে। পেঁয়াজসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি মানুষকে দিশেহারা করে তুলেছে। সভায় বক্তারা অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান। গত ৭ ডিসেম্বর রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত পার্টির কেন্দ্রীয় কমিটির এক সভায় বক্তারা এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী। সভায় আগামী ২৭ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণতন্ত্রী পার্টির আসন্ন জাতীয় সম্মেলন সফল করার জন্য সকল মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরাফত আলী হিরার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, এ্যাডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, মোঃ শহীদুল্লাহ, রাইসুল হক মাসুক, জেড এ ওয়াহেদ ও মোঃ মাহাতাব উদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি
×