ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০১:৪৬, ১০ ডিসেম্বর ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারি নিহত হয়েছে। নিহত ইমাম হোসেন হ্নীলা জাদিমোড়ার আব্দুস সালামের পুত্র। ঘটনাস্থল থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশি বন্দুক, দুই রাউন্ড কার্তুজসহ একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে হ্নীলা ইউপির জাদিমোড়ায় নাফনদীর পাড়ে এ ঘটনা ঘটে। টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল অভিযানে যায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা অতর্কিত গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইমাম হোসেনকে উদ্ধার করে প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।তিনি আরো জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
×